কলকাতা নাইট রাইডার্সের সাথে যুক্ত হলেন প্রাক্তন ভারতীয় বোলিং কোচ ভরত অরুণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বড়সড় অন্তর্ভুক্তি ঘটাল কলকাতা নাইট রাইডার্স। নিজেদের বোলিং কোচ হিসেবে নিযুক্ত করল প্রাক্তন ক্রিকেটার ভরত অরুণকে। ২০১৪ সাল থেকে ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে থাকা ভরত অরুণ সদ্য টি২০ বিশ্বকাপের পর দায়িত্ব থেকে অব্যাহতি নেন।
তামিলনাড়ুর এই প্রাক্তন ক্রিকেটার ভারতের হয়ে টেস্ট ও ওয়ানডে আন্তর্জাতিকে প্রতিনিধিত্ব করেছেন। অবসরের পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির হেড বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের দায়িত্বও নেন ভরত, আর সেই ভারতীয় দল ২০১২ সালে অস্ট্রেলিয়ায় অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতে।
এই অন্তর্ভুক্তি নিয়ে কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর বলেন, "আমরা খুবই উচ্ছ্বসিত ভরত অরুণের মত একজন আমাদের বোলিং কোচ হিসেবে যুক্ত হচ্ছেন। উনি অভিজ্ঞতার ভান্ডার নিয়ে আসবেন কেকেআরের শক্তিশালী সাপোর্ট স্টাফে। আমরা খুবই খুশি ওনাকে নাইট রাইডার্স পরিবারে স্বাগত জানাতে পেরে।"
এদিকে এই নতুন দায়িত্ব নিয়ে ভরত অরুণ বলেন, "আমি খুবই খুশি এবং মুখিয়ে রয়েছি এমন এক সাফল্যমন্ডিত ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে। আমি নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে খুবই পছন্দ করি। শুধু আইপিএলে ও বৈশ্বিক টি২০ লিগে তাদের সাফল্য নয়, কিন্তু যেভাবে ওরা পেশাদারিত্বভাবে নিজেদের চালায়, তা সত্যিই ভালো।"