বাংলার অভিষেকের দস্তানায় ধরা পড়লেন ভারত অধিনায়ক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দিল্লি ক্যাপিটালসে ঋষভ পন্থের পরিবর্ত হিসেবে বাংলার উইকেট-রক্ষক ব্যাটার অভিষেক পোড়েলকে যখন তারা চুক্তিবদ্ধ করে তখন তাঁর চোখে চোট ছিল। তবে দিল্লির স্কোয়াডে সরফরাজ খান ও ফিল সল্ট থাকলেও দলের প্রথম একাদশে অভিষেককেই প্রাধান্য দিয়েছিল দিল্লি ম্যানেজমেন্ট। মঙ্গলবার রাতে, পোড়েল বুঝিয়ে দিলেন তাকে দলের নেওয়ার কারণ কি?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে আউট করতে এক হাতে একটি দুর্দান্ত ক্যাচ নেন পোড়েল। অভিষেক তার ডানদিকে ড্রাইভ মেরে আশ্চর্যজনক ভাবে ক্যাচটি নিয়ে নেন।
১৭ ওভারের শেষ বলটি করছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। ওয়াইড ইয়র্কার ডেলিভারির কারণে রোহিত বলের উপর তার ব্যাট জ্যাম করেছিলেন। অভিষেক নিজেকে হাওয়ায় ছুঁড়ে দিয়ে ডানদিকে ঝাঁপিয়ে ক্যাচটি নিয়ে নেন। রোহিত রিভিউ চান ও আল্ট্রা এজ নিশ্চিত করে অভিষেক ক্যাচটি সঠিক ভাবে নিয়েছেন। ৪৫ বলে দুর্দান্ত ৬৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে।
গ্লাভস সহ অভিষেকের ক্যাচটা ডেভিড ওয়ার্নারের দলে অবশ্যই একটি বড় ইতিবাচক ছাপ। এই ক্যাচটি ম্যাচের সেরা ক্যাচ হিসেবে নির্বাচিত হয়, এমনকি টুর্নামেন্টের সেরা ক্যাচেরও প্রবল দাবিদার। তবে এই নিয়ে দিল্লি তাদের চতুর্থ পরাজয়ের সামনে পড়ল। পয়েন্টে তালিকায় দিল্লি ক্যাপিটালস এখন সবার নীচে।