ঝাড়খন্ডের বাধা টপকে দাপটের সাথে রঞ্জি সেমি ফাইনালে উঠল বাংলা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কার্যত দাপটের সাথে রঞ্জি ট্রফির সেমি ফাইনালে উঠল বাংলা। ব্যাটিং ও বোলিংয়ের দুর্দান্ত নিদর্শন দেখিয়ে ঝাড়খন্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের বাধা পেল বাংলা।
বেঙ্গালুরুর জাস্ট ক্রিকেট অ্যাকাডেমিতে হওয়া এই ম্যাচে প্রথম ইনিংসে সুদীপ ঘরামি (১৮৬) ও অনুষ্ঠুপ মজুমদার (১১৭) এর শতরান ও বাকি ব্যাটারদের অর্ধশতরানের দৌলতে ৭৭৩/৭ রানের পাহাড়প্রমাণ স্কোর খাঁড়া করে বাংলা। এর জবাবে ২৯৮ রানের বেশি রান তুলতে পারেনি ঝাড়খন্ড।
ঝাড়খন্ডকে গুটিয়ে দিতে দুর্দান্ত বোলিং করেন সায়ন শেখর মন্ডল (৪-৭১) ও শাহবাজ আহমেদ (৪-৫১)। বাকি একটি উইকেট নেন আকাশ দীপ।
এরপর তৃতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং করে বাংলা। মনোজ তিওয়ারির ১৩৬ রানের ইনিংসের দৌলতে ৩১৮/৭ স্কোর করে বাংলা। এমন সময়ে দুই দলের অধিনায়কের সম্মতিতে খেলা শেষের ঘোষণা করে দেন আম্পায়াররা। প্রথম ইনিংসে লিড পাওয়ার জেরে সেমি ফাইনালে উঠল বাংলা।