বাংলার পাঞ্জাব বধ! বিজয় হাজারের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল সুদীপ ঘরামির বাংলা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা। ৫০ ওভারের খেলায় মঙ্গলবার পাঞ্জাবের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ৫২ রানে জয়ী সুদীপ কুমার ঘরামির বাংলা দল।
আরও পড়ুন- ২২ গজে হার্দিকের প্রত্যাবর্তনে লাগবে আরও সময়! জানুন কারণ
এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব দল। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৪২ রান করে বাংলা। অনুষ্টুপ মজুমদারের দুর্দান্ত শতরানের সুবাদে ভালো স্কোর করতে সক্ষম হয় বাংলার দল। তাঁর সাথে যোগ্য সহায়তা করেন করণ লাল। এছাড়াও অধিনায়ক সুদীপের ব্যাট থেকে আসে ২৬ রান। বাংলার অন্যান্য ব্যাটাররা এদিন ব্যাট হাতে ব্যর্থ হন। পাঞ্জাবের বালতেজ সিংয়ের আগুনে বোলিংয়ে চাপে পড়ে যায় বাংলা। ১০ ওভার বল করে মাত্র ৩৫ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি।
আরও পড়ুন- ২০২৪ আইপিএলের নিলামে নতুন চমক! পরিবর্তন হতে চলেছে নিলামকারীর
যদিও অনুষ্টুপের ১১৬ বলে ১১১ রান বাংলার জয়ের পথ গড়ে দেয়।
অন্যদিকে বাংলার বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে টিকটে পারেনি পাঞ্জাবের ব্যাটাররা। শাহবাজ আহমেদ এবং কৌশিক মাইতি ৩ টি করে উইকেট পান। মহম্মদ কাইফ এবং প্রদীপ্ত প্রামাণিক পান ২ টি করে উইকেট।
এই জয়ের সুবাদে গ্রুপ 'ই'-এর শীর্ষে চলে যায় বাংলা। ৬ ম্যাচ খেলে ৫ টি জয়ের সাথে ২০ পয়েন্ট বাংলার। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুর পয়েন্ট সমান হলেও বাংলার দল নেট রান রেটে অনেক এগিয়ে।