রুদ্ধশ্বাস অ্যাসেজের দ্বিতীয় টেস্টেও জয়ী অস্ট্রেলিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: এজবাস্টন টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। চতুর্থ ইনিংসে অনবদ্য ব্যাটিং করেছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। লর্ডসেও চতুর্থ দিন থেকেই অ্যাডভান্টেজে ছিল অস্ট্রেলিয়া। যদিও বেন স্টোকস ম্যাচের রং পাল্টে দিচ্ছিলেন। শেষ ইনিংসে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ৩৭১ রান। বড় রান তাড়া করতে নেমে মাত্র ৪৫ রানেই ৪ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড।
আরও পড়ুন: বিশ্বকাপের ম্যাচ না পাওয়া রাজ্যগুলিকে বিশেষভাবে সাহায্য করবে বিসিসিআই
ম্যাচের পঞ্চম তথা শেষ দিনে জয়ের জন্য স্টোকসদের প্রয়োজন ছিল ২৫৭ রান। ইংল্যান্ডের হয়ে দুরন্ত জুটি বাঁধেন বেন ডাকেট ও বেন স্টোকস। ১১২ বলে ৮৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন বেন ডাকেট।কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলে ফেরেন স্টোকস। ২১৪ বলে ১৫৫ রানের অধিনায়োকচিত ইনিংস খেলেন তিনি। কিন্তু তাতেও দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পারলেন না।
স্টোকস আউট হওয়ার পর জয়ের জন্য ইংল্যান্ডেকে আরও ৭০ রান করতে হত। কিন্তু টেল-এন্ডাররা লড়াই করলেও শেষমেশ ব্যর্থ হন। ইংল্যান্ড গুটিয়ে যায় ৩২৭ রানে। ৪৩ রানে ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে গেলেন প্যাট কামিন্সরা।