WTC ফাইনাল হারার পর আশঙ্কায় পড়ল রোহিত শর্মার অধিনায়কত্ব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টেস্ট অধিনায়ক হিসেবে এটাই কি শেষ সময় রোহিত শর্মার? সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারের পর রোহিতের অধিনায়কত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। কিন্তু সত্যিই কি ক্রিকেটের কঠিনতম ফর্ম্যাটে দেশের নেতৃত্ব থেকে বাদ পড়বেন রোহিত?
একাধিক রিপোর্ট অনুযায়ী, আপাতত সে সম্ভাবনা নেই। আগামী ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আর সেখানে যদি দলের হয়ে অধিনায়ক হিসেবে ভালো পারফর্ম না করেন রোহিত, তাহলে কিন্তু প্রশ্নচিহ্ন উঠে যাবে।
এই নিয়ে এক বিশিষ্ট বিসিসিআই সূত্র পিটিআইকে বলেছেন, "রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার এই সব খবর একেবারে ভিত্তিহীন। তবে হ্যাঁ, উনি আগামী দুই বছরের এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পুরোপুরি খেলতে পারবেন কিনা, তা একটি বড় প্রশ্ন। কারণ যখন এই চক্র শেষ হবে, ২০২৫ সালে, তখন রোহিতের বয়স প্রায় ৩৮ হয়ে যাবে।"
আরও পড়ুন - রোহিত শর্মার এই মন্তব্যের পালটা জবাব দিলেন প্যাট কামিন্স
যদিও ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে নিজের শারীরিক ফিটনেসের জন্য কিছুটা বিরত ছিলেন রোহিত, তবুও তাকে টেস্ট দলের নেতৃত্ব দেওয়া হয়, যেহেতু সেই সময়ে বিরাট কোহলি টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন।