আইপিএলে আসন্ন দুই নয়া ফ্র্যাঞ্চাইজিকে সুবিধা দিতে এই বিশেষ অনুমতি দিতে চলেছে বিসিসিআই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী বছরের আইপিএলে অর্থাৎ টুর্নামেন্টের পঞ্চদশ সংস্করণে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত হবে। ১০ দলের এই আইপিএলে হবে মেগা নিলাম। কিন্তু তার আগে বাকি আটটি দল নিজেদের মত খেলোয়াড় রিটেইন করার সুবিধা পেলেও সেটি করতে পারবে না নয়া দুই ফ্র্যাঞ্চাইজি। এই পরিস্থিতিতে দুই নয়া দলকে সমতায় আনতে বিশেষ অনুমতি দিতে চলেছে বিসিসিআই।
জানা গিয়েছে, বিসিসিআইয়ের ভাবনায় রয়েছে, মেগা নিলামের বাইরে এই দুই দল নিজেদের মত করে কিছু খেলোয়াড় নির্বাচন করতে পারবে। একাধিক রিপোর্ট অনুযায়ী, এই দুই ফ্র্যাঞ্চাইজি কিছু খেলোয়াড়দের নিতে পারবে যারা নিলামের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এদিকে সেই খেলোয়াড়কে নেওয়ার ক্ষেত্রে প্রক্রিয়াটি এখনও চুড়ান্ত না হলেও, বেতনের দিকটি খেলোয়াড় ও ফ্র্যাঞ্চাইজির মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে এই বিশেষ নির্বাচনের সংখ্যা দুই না তিন হতে পারে। অন্তিম সংখ্যাটি জানা যাবে বাকি আট ফ্র্যাঞ্চাইজির রিটেনশনের উপর। এদিকে টেন্ডারের আমন্ত্রণের ডেডলাইন আরও ১০ দিন পিছিয়ে ২০ অক্টোবর অবধি টেনে নিয়েছে বিসিসিআই। যা খবর, ২০০০ কোটি টাকা থেকে শুরু হবে এই বিডিং, এবং নির্দিষ্ট সংস্থার কমপক্ষে ৩০০০ কোটি টাকার মূলধন থাকতে হবে।