এবার আইপিএল থেকে স্রেফ সম্প্রচারেই এই বিপুল অর্থ তুলে নেবে বিসিসিআই, শুনলেই মাথা খারাপ!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী পাঁচ বছরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বিপুল অর্থ পেতে চলেছে বিসিসিআই। এবং তা স্রেফ সম্প্রচারেই তুলে নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যা খবর, আগামী ২০২৩ সাল থেকে পাঁচ বছরের চক্রে টিভি ও ডিজিটাল সম্প্রচার সত্ত্বেই বিসিসিআই প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার তুলে নিতে পারে।
বর্তমানে স্টার ইন্ডিয়ার সাথে ২০২২ অবধি চুক্তিতে (২০১৮-২০২২) বর্তমানে ২.৫৫ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত আয় করতে পারে বিসিসিআই। কিন্তু এর পরের পাঁচ বছরের চক্রে তার দ্বিগুণ অর্থাৎ পাঁচ বিলিয়ন মার্কিন ডলার পেতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যা ভারতীয় অর্থে প্রায় ৩৬ হাজার কোটি টাকা হতে পারে।
এই নিয়ে বিসিসিআই এর সূত্র জানিয়েছে, "একটি নামকরা মার্কিন সংস্থা বিসিসিআইকে আবেদন করেছিল কিছু সময় আগে, যেখানে তারা আইপিএল মিডিয়া স্বত্ত্বাধিকারের বিডে আগ্রহ দেখিয়েছিল। যেখানে ১০টি দল আইপিএল ২০২২ থেকে খেলবে, ম্যাচের সংখ্যা ৭৪ এ যাবে, আর সেক্ষেত্রে, সম্পত্তির মূল্য বাড়বেই।"
"কিন্তু যেহেতু দুই নয়া দল থেকে প্রায় সাত থেকে দশ হাজার কোটি টাকা উঠতে পারে, সম্প্রচার সত্ত্বা একেবারে আকাশছোঁয়া হয়ে যাবে। তাই আশা করা যায় যে আইপিএলের সম্রপচার সত্ত্বাধিকার চার থেকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যেতে পারে।"