করোনার জেরে কি ফের ভেস্তে যেতে পারে আইপিএল? ফ্র্যাঞ্চাইজিদের সাথে বিশেষ বৈঠকে বসছে বিসিসিআই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যে দেশজুড়ে করোনার নয়া রুপ ওমিক্রনের প্রভাব ছড়িয়ে পড়ছে দ্রুত। আর এরই মাঝে আইপিএল ২০২২ এর প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই। কিন্তু গত বছরের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে এবার সতর্ক হতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেই কারণে প্ল্যান বি তৈরি রাখতে বিশেষ বৈঠকে বসবে বিসিসিআই ও ফ্র্যাঞ্চাইজি কর্তারা।
আইপিএল ২০২০ এর পুরো খেলা হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। আইপিএল ২০২১ এর দ্বিতীয়ার্ধ আয়োজিত হয়েছে মরুদেশে। ফলে ওমিক্রনের প্রভাব বৃদ্ধিতে কি আবারও সেই পরিস্থিতি আসতে চলেছে? বোর্ড সূত্রে খবর, আপাতত সেই সম্ভাবনাকে দূরে রাখা হচ্ছে। পুরোনো হোম-অ্যাওয়ে ফর্ম্যাটেই আইপিএল ২০২২ আয়োজিত হবে।
যদিও পরিস্থিতি খারাপ হবে বিকল্প পরিকল্পনা তৈরি, এমনটাই জানিয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি কর্তা। যদিও বৈঠকটি মূলত দুই নয়া ফ্র্যাঞ্চাইজি আহমেদাবাদ ও লখনউয়ের কর্তাদের সাথে বাকি ফ্র্যাঞ্চাইজিদের পরিচয় করানোর জন্য।
এই নিয়ে এক ক্রিকেট ওয়েবসাইটে কিছু ফ্র্যাঞ্চাইজি কর্তারা জানিয়েছে, "ওরা মূলত পরিকল্পনা করছে যাতে করোনা পরিস্থিতি খারাপ হলে এই টুর্নামেন্টটি কেবল মুম্বই ও পুনে, কিংবা গুজরাটের আহমেদাবাদ, বরোদা ও রাজকোটে করা যায় কিনা। মেগা নিলামে যাওয়ার আগে মালিকরা বিকল্প সম্বন্ধে সচেতন থাকবেন।"