ঋদ্ধির সমর্থনে এবার বিসিসিআইকে তুলোধনা প্রাক্তন ভারতীয় অধিনায়কের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ চলতি আইপিএলে বেশ ভালো ফর্মে রয়েছেন বাংলার ঋদ্ধিমান সাহা। গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের হয়ে ২০২৩ আইপিএলে ১১ ম্যাচে ২৭৩ রান করেছেন ঋদ্ধিমান। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে গুজরাট। তবুও ভারতীয় দলে সুযোগ পেলেন না তিনি। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে নেই ঋদ্ধিমান সাহা। এরপরেই দেশের প্রাক্তন ক্রিকেটাররা প্রশ্ন তুলেছেন নির্বাচকদের এই সিদ্ধান্ত নিয়ে।
এবার ভারতীয় বোর্ডের এই সিদ্ধান্তের বিপক্ষে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক অনিল কুম্বলে। সম্প্রতি জিও সিনেমাতে ধারভাষ্যের সময় কুম্বলে বলেন, "ঋদ্ধিমান সাহাকে দেখুন। গোটা মরশুম জুড়ে শুধুমাত্র স্টাম্পের পিছনেই নয়, সামনেও অসাধারণ । খুব ধারাবাহিকতার সাথে খেলে চলেছেন তিনি। তিনি অনেক সময় মানুষের চোখের আড়ালে রয়ে যান কিন্তু তিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ উইকেট রক্ষক। আমার মনে হয় নির্বাচকরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের একটি ট্রিক মিস করে গেছেন। তাঁর দলে থাকা উচিত ছিল। আমি জানি কে এস ভরত দলের অন্যতম একজন সদস্য এবং তিনি যখন খেলার সুযোগ পেয়েছেন ভালো খেলেছেন।"