রিপোর্ট : জনসমক্ষে ঘুরে বেড়ানো খেলোয়াড়দের উদ্দেশ্যে কড়া কথা শোনাল বিসিসিআই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইংল্যান্ড সফরে থাকাকালীন সম্প্রতি টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার করোনায় আক্রান্ত হওয়াটা বড় ধাক্কা হিসেবে এসেছে। আর এই নিয়ে বেশ কড়া ভূমিকা নিতে চলেছে বিসিসিআই। এবং এর জন্য বেশ কিছু খেলোয়াড়কে কড়া বার্তাও দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিসিসিআইয়ের এক সূত্র সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, বোর্ড কিছু খেলোয়াড়কে কড়া বার্তা দিয়েছে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের আগে প্রত্যেককে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
কিন্তু কেন এমন পদক্ষেপ নিল বিসিসিআই। রোহিতের করোনা পজিটিভ আসার খবরের পরেও, কিছু ভারতীয় খেলোয়াড়দের জনসমক্ষে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। করোনা বিধি না মেনে সমর্থকদের সাথে ছবি ও জনগণের মাঝেই ঘুরে বেড়াচ্ছেন কিছু খেলোয়াড়।
লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের সময়ে ভারতের উইকেটকিপার ঋষভ পন্থকে দেখা গিয়েছিল সমর্থকদের সাথে ছবি তুলতে। এমনকি, বিরাট কোহলিকেও লেস্টারশায়ারে রাস্তায় দাঁড়িয়ে ভক্তদের সাথে ছবি তুলতে দেখা গিয়েছে।
ব্রিটেনের নিয়মবিধি অনুযায়ী, করোনায় আক্রান্ত হলে ন্যুনতম পাঁচ দিন আইসোলেশনে থাকতে হবে। এই পরিস্থিতিতে আগামী ১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে নাও নামতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। বর্তমানে অসমাপ্ত এই টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।