আইপিএল ২০২২ এর মেগা নিলাম নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের এই চাঞ্চল্যকর আপডেট দিল বিসিসিআই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কয়েক দিন আগে খবর এসেছিল, আসন্ন আইপিএল ২০২২ এর মেগা নিলামের আগে আট পুরোনো ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ চারজনকে রেখে দিতে পারবে, আর নয়া দুই ফ্র্যাঞ্চাইজি নিলামের তালিকায় থাকা খেলোয়াড়দের যে কোনও তিন খেলোয়াড়কে সই করাতে পারবে।
এবার এই খবরটিকে স্বীকৃতি দিল খোদ বিসিসিআই। শনিবার বিকেলে সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে একটি ইমেলের মাধ্যমে নিলামের যাবতীয় নিয়মের বিস্তারিত দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এছাড়া বিসিসিআই ঘোষণা করেছে, নিলামের স্যালারি ক্যাপ হবে ৯০ কোটি টাকা।
এছাড়া ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর অবধি খেলোয়াড়দের ধরে রাখার কাজ করতে পারবে আট পুরোনো ফ্র্যাঞ্চাইজি। আর দুই নয়া ফ্র্যাঞ্চাইজি আগামী ১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর অবধি তাদের তিনটি খেলোয়াড় নির্বাচন সারতে পারবে।
এদিকে বিসিসিআই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আট পুরোনো ফ্র্যাঞ্চাইজিকে খেলোয়াড় ধরে রাখার ক্ষেত্রে মাথায় রাখতে হবে, সর্বোচ্চ তিনজন ভারতীয়কে রাখতে পারবে, এবং বিদেশীদের ক্ষেত্রে সর্বোচ্চ দুই জন ক্রিকেটারকে ধরে রাখা যাবে। এমনকি, আনক্যাপড খেলোয়াড়দের ক্ষেত্রে সংখ্যাটা দুইতেই রয়েছে।
আর নয়া দুই ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে, তিন নয়া খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে দুই ভারতীয় ও এক বিদেশীকে নির্বাচন করতে পারবে, যেখানে আনক্যাপড খেলোয়াড় থাকবে কেবল একজন।
এদিকে স্যালারি ক্যাপেও সীমিতকরণ করেছে বিসিসিআই। যদি চার খেলোয়াড় ধরে রাখে কোনও ফ্র্যাঞ্চাইজি, তাহলে ৪২ কোটি টাকা বাদ যাবে পর্যাপ্ত ৯০ কোটি টাকা থেকে। একই ভাবে, তিন জন খেলোয়াড় রাখলে ৩৩ কোটি, দুইজন হলে ২৪ কোটি, আর একজনকে রাখলে ১৪ কোটি টাকা বাদ যাবে। আর আনক্যাপড খেলোয়াড় রাখলে চার কোটি টাকা বাদ যাবে।
এছাড়া প্রথম বাছাই খেলোয়াড়ের ক্ষেত্রে বেতন সর্বোচ্চ হবে ১৬ কোটি টাকা, দ্বিতীয় বাছাই ১২ কোটি, তৃতীয় বাছাই আট কোটি ও চতুর্থ বাছাইয়ের ক্ষেত্রে ৬ কোটি টাকা। একইভাবে, যদি তিনজন খেলোয়াড় ধরে রাখা হয়, তাহলে প্রথম খেলোয়াড়ের জন্য ১৫ কোটি, দ্বিতীয় খেলোয়াড়ের জন্য ১১ কোটি ও তৃতীয় খেলোয়াড়ের জন্য সাত কোটি টাকা সর্বোচ্চ বেতন হবে। যদি দুইজন খেলোয়াড় ধরা হয়, তাহলে প্রথম খেলোয়াড়ের ক্ষেত্রে ১৪ কোটি ও দ্বিতীয় খেলোয়াড়ের ক্ষেত্রে ১০ কোটি টাকা দেওয়া হবে। আর একজন খেলোয়াড় রাখলেই তাকে দিতে হবে ১৪ কোটি টাকা।