টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ১০০টি ম্যাচ হারের তকমা অর্জন করল বাংলাদেশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার সেইন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকেটে হারে বাংলাদেশ। আর এর জেরে লজ্জাজনক তকমা অর্জন করল বাংলা টাইগার্সরা। নিজেদের ২২ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে শততম ম্যাচ হারল তারা।
এবং দ্রুততম দল হিসেবে এই তকমা অর্জন করল বাংলাদেশ। ১৩৪টি ম্যাচেই এই দুর্বিষহ কৃতিত্ব অর্জন করল তারা। টেস্ট ক্রিকেটে সর্বাধিক হারের সম্মুখীন হয়েছে ইংল্যান্ড, ১০৫১টি টেস্টে ৩১৬টি ম্যাচ হেরেছে তারা।
প্রথম ইনিংসে মাত্র ২৩৪ রান তুলতে পারে বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৪০৮ রানের বিশাল রান তোলে। এরপর ব্যাট করতে নেমে ১৮৬ রানই তুলতে সক্ষম হয় বাংলাদেশ। শেষে মাত্র ১৩ রান তুলেই জয় হাসিল করে ওয়েস্ট ইন্ডিজ। আর এর জেরে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।