ভয়ঙ্কর আটলান্টিকে সমুদ্রযাত্রায় গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশের ক্রিকেটাররা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর এবার টি২০ আন্তর্জাতিক সিরিজ খেলতে সেন্ট লুসিয়া থেকে ডমিনিকায় আসার কথা ছিল বাংলা টাইগারদের। কিন্তু আসার পথে যে অভিজ্ঞতা হল, তা নিঃসন্দেহে দুর্বিষহ।
বিমানপথে নয়, ভয়ঙ্কর আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ফেরিতে করে আসতে হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। আর এই যাত্রাপথেই অসুস্থ হয়ে পড়লেন ক্রিকেটাররা। সব থেকে বেশি অসুস্থ হয়েছেন পেসার শরিফুল ইসলাম ও উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানের। পেট খারাপ ও বমি করে বেহাল অবস্থা ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের।
কিন্তু শেষ অবধি পাঁচ ঘন্টার অত্যাচারী যাত্রায় ডমিনিকায় পৌঁছতে পারল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু তার জন্য প্রচুর সমস্যা ভুগতে হয়েছে। একটানা সমুদ্রপথে যেতে না পেরে মার্টিনেক নামক এক মধ্যবর্তী দ্বীপে তাদের বিশ্রামে রাখা হয়। যদিও সেটি ফ্রেঞ্চ উপনিবেশ হওয়ায় ফ্রান্সের ভিসা করানো হয়েছিল। এরপর মার্টিনেক থেকে কোনওরকমে ডমিনিকা পৌঁছয় বাংলাদেশ দল।
কিন্তু এখানে প্রশ্ন উঠছে, ভয়ঙ্কর আটলান্টিকে যাত্রার বিষয়ে কিভাবে সম্মতি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির প্রধান নির্বাহী কর্তা নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, আবহাওয়া খারাপ হওয়ার কারণে এমনটা হয়েছে। এদিকে বিসিবি এই যুক্তি দেখিয়েছে, যেহেতু ওয়েস্ট ইন্ডিজ দল ও সম্প্রচারকারকরাও একই উপায়ে ডমিনিকায় পৌঁছেছে, ফলে সম্মত হতে কোনও অসুবিধা হয়নি।
কিন্তু এমন ভোগান্তি নিঃসন্দেহে কাম্য নয় আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিকে নামবে বাংলাদেশ। আর তার আগে আদৌ ক্রিকেটাররা কতটা ফিট থাকবেন, সে নিয়ে সন্দেহ রয়েইছে।