চরিত্র হারাল ক্রিকেট! প্রয়াত হলেন অস্ট্রেলিয়ার প্রখ্যাত ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কিংবদন্তী অনেকেই হন, কিন্তু ক্রিকেটের এক অনন্য চরিত্র হয়ে ওঠা সকলের পক্ষে সম্ভব হয় না। সেই চরিত্রদের একজন ছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস। আর রবিবার সকালটা যেন বিষাদ দিয়েই শুরু হল ক্রিকেট ভক্তদের।
রবিবার ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা করে, প্রখ্যাত অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস শনিবার রাতে কুইন্সল্যান্ডের টাউন্সভিলে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন। জানা গিয়েছে, দ্রুত তৎপরতায় এমারজেন্সি পরিষেবা এসে গাড়ির চালক ও সাইমন্ডসকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু দুর্ঘটনার জেরে গাড়িটি অনেকটা দুরত্ব গড়াতে গড়াতে যায়, আর তাতে গুরুতর আঘাত পেয়ে মারা যান সাইমন্ডস।
৪৬ বছর বয়সী এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার হয়ে ১১ বছর ক্রিকেট খেলেছেন। ২৬টি টেস্ট ও ১৯৮টি ওয়ানডে আন্তর্জাতিক খেলেছেন এই অলরাউন্ডার। ২০০৩ ও ২০০৭ ক্রিকেট বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার বড় অস্ত্র ছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস।
প্রসঙ্গত, চলতি বছরে একই দিনে প্রয়াত হন অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তী রডনি মার্শ ও শেন ওয়ার্ন। এবার অ্যান্ড্রু সাইমন্ডস।