রুদ্ধশ্বাস অ্যাসেজের প্রথম টেস্ট জয়ী অস্ট্রেলিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে খেতাব জয়ী অস্ট্রেলিয়া অ্যাসেজেও নিজেদের আধিপত্য বজায় রাখল। সিরিজের প্রথম টেস্টের শেষ দিনে ২ উইকেটে দুর্দান্ত জয় পেল অজিরা। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
মঙ্গলবার এজবাস্টনে অ্যাসেজের প্রথম টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৭৪ রান। হাতে ছিল ৭ উইকেট। তবে বৃষ্টিতে প্রথম সেশনের খেলা ভেস্তে যাওয়ায় ড্রয়ের দিকে এগোচ্ছিল এজবাস্টন টেস্ট। কিন্তু দ্বিতীয় সেশনে খেলা শুরু হলে দ্রুত ২ উইকেট হারায় অজিরা। ইংলিশ বোলাররা দ্রুত উইকেট তুলে নিয়ে খেলায় ফিরে আসে। চা বিরতিতে যাওয়ার আগে পর্যন্ত ১৮৩ রান করে অস্ট্রেলিয়া। শেষ সেশনে জয় পেতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৯৮ রান, হাতে ছিল ৫ উইকেট।
আরও পড়ুন: খেলা নিয়ে আমার থেকেও আমার বাবা অনেক বেশি চিন্তায় থাকেন: রবিচন্দ্রন অশ্বিন
চা বিরতির পর দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অজিরা। এমন অবস্থায় অস্ট্রেলিয়াকে জয়ের স্বপ্ন দেখায় প্যাট কামিন্স ও নাথায় লায়ন। চাপের মুখে দুরন্ত ব্যাটিং করে কামিন্স ও লায়ন। দুজনে পার্টনারশিপে করেন ৫৫ রান। ৯২.৩ ওভারে ২৮২/৮ তুলে অবিশ্বাস্য জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ৭৩ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন কামিন্স। ২৮ বলে ১৬ রানে অপরাজিত থাকেন লায়ন। ইংল্যান্ডের হয়ে ৬৪ রানে দিয়ে ৩ উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। ৪৩ রান দিয়ে ২ উইকেটন নেন রবিনসন। ১টি করে উইকেট নেন মইন আলি, জো রুট ও বেন স্টোকস। ২ উইকেটে জয়ী হয় অস্ট্রেলিয়া।
ইংল্যান্ড — ৩৯৩/৮ dec, ২৭৩/১০
অস্ট্রেলিয়া — ৩৮৬/১০ , ২৮২/৮
অস্ট্রেলিয়া জয়ী ২ উইকেটে