এই তারিখ থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২৩

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন এশিয়া কাপ ২০২৩ শুরু হবে আগামী ৩১ আগস্ট, যা হবে পাকিস্তানের লাহোরে। এদিকে শ্রীলঙ্কায় ফাইনাল আয়োজিত হবে আগামী ১৭ সেপ্টেম্বর।
নতুন হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজিত হবে, যেখানে টুর্নামেন্টের প্রথম চারটি ম্যাচ হবে পাকিস্তানে, বাকি ম্যাচগুলি হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে।
এশিয়ার ছয়টি দল - ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল এই ৫০ ওভারের টুর্নামেন্টে খেলবে। ২০০৮ সালের পর প্রথমবার পাকিস্তানে বহুদেশীয় কোনও টুর্নামেন্ট হতে চলেছে। ১৫ বছর আগে, পাকিস্তান সফলভাবে ছয়দলীয় এশিয়া কাপ আয়োজন করেছিল।
আরও পড়ুন - সাদা বলের ক্রিকেটে ভারতের হয়ে ফিরছেন এই তারকা ব্যাটার
এই নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, "আমি খুশি যে এশিয়া কাপ নিয়ে আমাদের হাইব্রিড মডেলকে মান্যতা দেওয়া হয়েছে। এর অর্থ হল পিসিবি আয়োজক হিসেবে থাকবে, এবং শ্রীলঙ্কা নিরপেক্ষ মাঠ হিসেবে ভূমিকা নেবে, আর এটি করা জরুরি ছিল যেহেতু পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দলের আসা সম্ভব ছিল না।"
তিনি আরও বলেছেন, "আমি এসিসি সভাপতি জয় শাহের পরিশ্রমকে কৃতজ্ঞতা জানাই, যেভাবে তিনি কাউন্সিলকে শক্তিশালী করেছেন যাতে আমরা একত্রভাবে নিজেদের লাভকে রক্ষা করতে পারি এবং উঠতি এশীয় দেশগুলিকে সুযোগ ও মঞ্চ দিতে পারি।"
২০২৩ এর এই এশিয়া কাপটি নতুন ফর্ম্যাটে আয়োজিত হবে, যেখানে দুটি গ্রুপ থাকবে। প্রতিটি গ্রুপে তিনটি দল থাকবে, যার মধ্যে থেকে সেরা দুই দল দুই গ্রুপ থেকে সুপার ফোর পর্বে উঠবে। সুপার ফোর পর্বে থাকা দলগুলি লড়াই করবে ফাইনালে জায়গা পাওয়ার জন্য।