WTC 2023 : কেমন হবে ওভালের পিচ? জানিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আর এর জন্য ওভালে জোর কদমে অনুশীলন করছে ভারতীয় দল। কিন্তু কেমন হবে ওভালের পিচ? এই নিয়ে এবার উত্তর দিলেন ভারতের তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
যদিও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই লন্ডনে, কিন্তু ১৪৩ বছরের ইতিহাসে এই প্রথমবার জুন মাসে ওভাল কোনও টেস্ট ম্যাচ আয়োজন করতে চলেছে। ফলে পিচ নিয়ে আগ্রহ থাকবেই। আর সেই কারণে পিচ কিউরেটরকে নিয়ে এসে নিজের ভ্লগে ওভালের পিচ নিয়ে কথা বললেন অশ্বিন।
আরও পড়ুন - নাথান লায়নের ডেলিভারি সামলাতে বিশেষ অনুশীলন কোহলি-শুভমনদের
অশ্বিন নিজের ভ্লগে পিচ কিউরেটরের উদ্দেশ্যে বলেছেন, "আমরা পিচ ডাক্তারকে নিয়ে এসেছি যিনি এই পিচটি তৈরির জন্য দায়ী। তাহলে বলুন কেমন হবে এই পিচ?"
তখন কিউরেটর বলেন, "একেবারে ওভালের উপযুক্ত পিচ।"
এরপর অশ্বিন বলেন, "আপনারা সব সময়ই ভালো পিচ বানান, কিন্তু এদিন আমাদের কিছু ছেলেরা প্র্যাক্টিস পিচে আঘাত পেয়েছেন। অনেকটা বাউন্স করছে। তাহলে কি এমনটাই থাকবে? আমরা কি ব্রেট লির মত ভালো আর বাউন্সি পিচ পাবো?"
তখন কিউরেটর জানান, "এটুকু নিশ্চয়তা দিতে পারি যে বাউন্স থাকবে।"