শতরানের পর বিরাট কোহলির উদ্দেশ্যে ভালোবাসা ছুঁড়ে দিলেন অনুষ্কা শর্মা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও নিজের সেরা ফর্ম দেখাচ্ছেন বিরাট কোহলি। রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শতরান করলেন বিরাট। আইপিএল ২০২৩-এ পরপর দুই ম্যাচে শতরান হাঁকলেন তিনি।
আর এই শতরানের পর স্ট্যান্ডে থাকা স্ত্রী অনুষ্কা শর্মার প্রতিক্রিয়া ছিল দেখার মত। দেখা যায়, বিরাট কোহলির উদ্দেশ্যে চুমু ছুঁড়ছেন অনুষ্কা।
গুজরাটের বিরুদ্ধে রবিবার বিরাট ১৩টি চার ও একটি ছক্কা মারেন বিরাট কোহলি। এই ইনিংসের জেরে আইপিএল কেরিয়ারে সপ্তম শতরান হাঁকলেন বিরাট, টপকালেন ক্রিস গেইলকে।
বিরাটের এই শতরানের জেরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৯৭ রানের লড়াকু স্কোর খাঁড়া করেছিল। বিরাটের পর আর কেউই সেভাবে খেলতে পারেননি, যেখানে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ছিল ফাফ ডু প্লেসিসের ২৮ রান।
তবে এই ইনিংস সত্ত্বেও জিততে পারেনি ব্যাঙ্গালোর। শুভমান গিলের অনবদ্য শতরানের জেরে গুজরাটের কাছে পরাজিত হয় আরসিবি।