প্লে অফসে শক্তিবৃদ্ধি কলকাতার, ফিরছেন সুপারস্টার অলরাউন্ডার আন্দ্রে রাসেল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার লিগের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৮৬ রানে উড়িয়ে দিয়ে প্লে অফসে কার্যত নিশ্চিত জায়গা করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদি শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাজিক না দেখায়, তাহলে প্লে অফসে ওঠা নিশ্চিত নাইটদের।
এই পরিস্থিতিতে আগামী সোমবার এলিমিনেটরে তৃতীয় স্থানাধিকারী দলের বিরুদ্ধে খেলবে কলকাতা। আর সেই ম্যাচে পূর্ণশক্তির দল নিয়ে নামার চেষ্টায় থাকবে। এমন অবস্থায় নাইট সমর্থকদের বড় সুখবর দিলেন মেন্টর ডেভিড হাসি। সব ঠিকঠাক থাকলে, এলিমিনেটর ম্যাচের জন্য উপলব্ধ থাকবেন সুপারস্টার ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে হাসি বলেছেন, "বুধবার ওর (রাসেল) ফিটনেস টেস্ট হয়েছিল, আর আমার মনে হয় ও হয়ত এক ম্যাচ পরে নামবে। তাই, মনে হয় যে ও অনেক বেশি পরিশ্রম করবে আগামী কয়েক দিনে যাতে প্লে অফসের ম্যাচে খেলতে পারে। ওর উপস্থিতিতে কেবল আমাদের জন্যই বড় সুবিধা হবে না, এই প্রতিযোগিতার জন্যও বেশ ভালো খবর হবে। ও বিশ্বমানের এবং প্রচুর বিনোদন দিতে পারেন।"
ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যোগ্যতা অর্জন করেছে প্লে অফসের জন্য। এই পরিস্থিতিতে চেন্নাই সুপার কিংস কিংবা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এলিমিনেটর খেলতে হবে নাইটদের।