ভিডিও : ছয় মেরে চেয়ার ভেঙে দিলেন আন্দ্রে রাসেল! হতবাক নাইট খেলোয়াড়রা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে কলকাতার ফর্ম ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। গত শনিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে লড়েও হারতে হয়ে নাইটদের। তবে এই ম্যাচে ইতিবাচক দিক হিসেবে উঠে আসে আন্দ্রে রাসেলের ফর্ম। বল হাতে চার উইকেট, ব্যাট হাতে বিধ্বংসী ৪৮ - সব মিলিয়ে রাসেল নিজের ফর্ম ফিরছেন।
এবার অনুশীলনেও নিজের বিধ্বংসীতার পরিচয় দিয়েছেন রাসেল। কলকাতা নাইট রাইডার্স নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে রাসেলের জোরালো শটে একটি চেয়ার ভেঙে যায়। রাসেলের শটের জোর এতটাই ছিল যে চেয়ারটির বাঁদিকে গর্ত তৈরি হয়েছে। আর তা দেখে হতবাক হয়ে যান সতীর্থরা।
চলতি আইপিএলে নাইটদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রাসেল। ১৮০ এর বেশি স্ট্রাইক রেটে ২২৭ রান করেছেন ৩৩ বছরের এই ক্যারিবীয় অলরাউন্ডার। যদিও বল হাতে ১০.৪৩ এর খারাপ ইকোনমি রেট দিয়ে চলেছেন রাসেল।