আন্দ্রে রাসেল : এবারের আইপিএলে কেকেআরে কেমন প্রভাব ফেলতে পারেন, দেখুন

এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক : 'আন্দ্রে রাসেল' এই নামটা শুনলেই বিপক্ষ দলের ক্রিকেটারদের বুক কেঁপে যায়।মাঠের মধ্যে তার আসুরিক শক্তি দিয়ে মারা প্রত্যেকটা বল যখন ডাগআউটের বাইরে যায় তখন গ্যালারিও তার সেই অতিমানবিক ছন্দে মেতে ওঠে। ছোট ফরম্যাটের ক্রিকেটে তার চেয়ে ভালো ক্রিকেটার এই মুহূর্তে খুব বিরল। ব্যাটিংয়ের মত বোলিংয়েও তিনি যথেষ্ট সিদ্ধহস্ত, ম্যাচের গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে দলের জন্য উইকেট তুলে নেন তিনি।
সেই রাসেল মাসেল ২০১৪ সাল থেকে কেকেআরে আছেন, এবং কেকেআরে অভিষেক বছরেই তিনি চ্যাম্পিয়ন হন। তারপর থেকে তিনি কেকেআর দলের মূল সদস্যদের মধ্যে একজন।এবছরও কেকেআর তাকে ধরে রেখেছে।
ক্রমাগতভাবে ভালো খেললেও ২০২১ আইপিএল মরশুমে তার পারফমেন্স বেশ খারাপ ছিল।চোটের জন্য অধিকাংশ ম্যাচ খেলতে পারেননি। উপরন্তু ওজনও অনেকটা বাড়িয়ে ফেলেছিলেন যার ফলে তিনি তাঁর সহজাত খেলাটা খেলতে পারেননি। তিনি সেই মরশুমে ১০ টি ম্যাচ খেলে ১৮৩ রান করেন, স্ট্রাইক রেট ছিল ১৫২.৫। সেই মরশুমে তার সর্বোচ্চ রান ছিল ৫৪ এবং বিস্ময়করভাবে এই অতিমানবিক খেলোয়াড় মাত্র ১৪টি ছক্কা মেরেছিলেন। বোলিংয়ের দিক থেকে কিন্তু তার ফর্ম তুলনামূলকভাবে ভালো ছিল। তিনি ১০ ম্যাচে ১১টি উইকেট পেয়েছিলেন,যার মধ্যে এক ম্যাচে তাঁর ৫ টি উইকেট ছিল।
কিন্তু তাঁর এই খারাপ ফর্মের মধ্যেও আশা জাগাচ্ছে তার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফর্ম।যেখানে গোটা টুর্নামেন্টে বাকিদের তুলনায় তার স্ট্রাইক রেট সর্বাধিক ছিল,১৮১.১৮। তিনি ১৬ ম্যাচে ৩৩৭ রান করেছেন। ব্যাটিং গড় ৩৭.৪। ২০২১ এ দেশের জার্সিতে ৯ জুলাই ২০২১-এ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ চলাকালীন, রাসেল তার প্রথম টি-২০ হাফ সেঞ্চুরি করেন। সেই ম্যাচে তিনি ২৮ বলে ৫১ রান করেন।
এই পারফমেন্সের সুবাদে ২০২১ সালের সেপ্টেম্বরে, রাসেলকে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে ডাকা হয়।কিন্তু বিশ্বকাপে তার পারফমেন্স মোটেই আশানুরূপ ছিল না, এক কথায় ব্যর্থই বলা যায়। তাঁর রান যথাক্রমে ০,৫,২,১৮।
এত কিছুর পরও তার গোটা ক্যারিয়ারের পরিসংখ্যান কিন্তু যেকোনো ক্রিকেটারের কাছে বেশ ঈর্ষণীয়। কেকেআরের এবারের টিম অনুপাতে তার যে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। মিডল অর্ডারে কেকেআর অনেকাংশেই তার উপর নির্ভরশীল থাকবে। তাই নাম যখন রাসেল তখন ভরসা তো করতেই হবে তার উপর।