মহেন্দ্র সিং ধোনির অনবদ্য ফিনিশিংয়ে ভীষণ কৃতজ্ঞ মাহিন্দ্রা গোষ্ঠীর কর্ণধার! কারণটা জেনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ঘড়ির সময়ের কাটাকে আবারও ঘুরিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে অনবদ্য ফিনিশ করে চেন্নাইকে ম্যাচ জেতান মাহি।
আর এই অসাধারণ জয়ের পর ধোনিকে নিয়ে প্রশংসায় মেতে উঠেছে সকলেই। শুধু ক্রিকেট জগত নয়, বিভিন্ন ক্ষেত্র থেকে ধোনির উদ্দেশ্যে এসেছে প্রশংসার বন্যা। এই পরিস্থিতিতে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন মাহিন্দ্রা কোম্পানির কর্ণধার আনন্দ মাহিন্দ্রা।
কিন্তু কেন? আসলে চেন্নাই-মুম্বই ম্যাচের পর একটি টুইট করেন আনন্দ, যেখানে ধোনির প্রশংসা করতে গিয়ে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি। ম্যাচের পর তিনি টুইট করেছেন, "অন্তুত আমি বলতে পারি যে আমি কৃতজ্ঞ মাহিন্দ্রা-তে 'মাহি' অক্ষরগুলি রয়েছে। অসাধারণ ফিনিশ।"
১৫তম ওভারে ব্যাট করতে নামেন ধোনি, এবং ধীরে ধীরে নিজের ইনিংস গড়ছিলেন। শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ১৭। এরপর ধোনি দুটি চার ও একটি ছয় মেরে শেষ ওভারে খেলা জিতিয়ে দেন চেন্নাইকে।