একা ডঃ স্ট্রেঞ্জ নয়, মাল্টিভার্স অফ ম্যাডনেস তৈরি করলেন খোদ শচীন তেন্ডুলকর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমান সময়ে একটি সিনেমার হাইপ চরমে উঠেছে, যা হল মার্ভেল স্টুডিওসের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ডঃ স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস। এবার এই মাল্টিভার্স অফ ম্যাডনেস তৈরি করে ফেললেন খোদ শচীন তেন্ডুলকর।
এবং শচীন এই মাল্টিভার্স তৈরি করেছেন সদ্য প্রয়াত কিংবদন্তি অজি লেগ স্পিনার শেন ওয়ার্নের সাথেই। কিভাবে? সদ্য টুইটারে শচীন একটি ছবি পোস্ট করেছেন, যেখানে একাধিক কিংবদন্তি ও প্রখ্যাত প্রাক্তন ক্রিকেটারদের সাথে ছবি দিয়েছেন তিনি। সেই ছবিতে শেন ওয়ার্ন ছাড়াও রয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, মুথাইয়া মুরলিধরণ, রাহুল দ্রাবিড়, ড্যানিয়েল ভেট্টোরির মত একাধিক প্রাক্তনীরা।
এই ছবিতে থাকা সকল খেলোয়াড় ক্রিকেট খেলা ছাড়লেও ক্রিকেটের বিভিন্ন ভূমিকায় কাজ করে চলেছেন। উদাহরণ স্বরুপ, শচীন বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর, রাহুল দ্রাবিড় বর্তমানে ভারতীয় দলের হেড কোচ। এদকে বীরেন্দ্র সেহওয়াগ ও ব্রায়ান লারারা ধারাভাষ্যকার-বিশেষজ্ঞের ভূমিকা পালন করছেন।
কিন্তু কি এই মাল্টিভার্স অফ ম্যাডনেস? ২০২২ সালের অন্যতম অপেক্ষমাণ সিনেমাটি গত সপ্তাহে মুক্তি পেয়েছে। জনপ্রিয় অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচের ডঃ স্ট্রেঞ্জ সিনেমার সিক্যুয়েল এটি। ভারতে প্রথম দিনে ২৮.৩৫ কোটি টাকা অর্জন করে নিয়েছে, এবং ইতিমধ্যেই ১০০ কোটির ঘরে প্রবেশ করেছে এই হলিউড সিনেমা।