ধোনির ভক্ত কিরন নভগিরেকে চেনেন? উইমেন্স টি২০ চ্যালেঞ্জে হাঁকিয়েছেন দ্রুততম অর্ধশতক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২২ এর জমজমাটি আসরের মাঝেই আয়োজিত হচ্ছে উইমেন্স টি২০ চ্যালেঞ্জ। আর বৃহস্পতিবার মহিলাদের এই টুর্নামেন্টে দ্রুততম অর্ধশতরান হাঁকান কিরন নভগিরে। ভেলোসিটির হয়ে অভিষেক করতে গিয়ে মাত্র ২৫ বলে ৫০ রান করেন নভগিরে, ভাঙেন শেফালি ভর্মার পুরোনো সেই রেকর্ড।
কিন্তু কে এই কিরন নভগিরে? মহারাষ্ট্রের সোলাপুরে বড় হয়ে উঠেছেন তিনি। শুরুতে জ্যাভেলিন থ্রো, শটপুট ও রিলে দৌড়ে সময় কাটাতেন কিরন। কিন্তু ২০১৬ সালে ক্রিকেটে মনোযোগ দেন তিনি।
তবে মহারাষ্ট্রের হয়ে খুব বেশি সুযোগ না মেলায় নাগাল্যান্ডের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেন কিরন। সদ্য সিনিয়র উইমেন্স টি২০ ট্রফিতে ৫২৫ রান করে সর্বাধিক রানসংগ্রাহক হয়েছিল। নাগাল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচে, অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৭৬ বলে ১৬২ রান করেন কিরন। আর এর জেরে প্রথম ভারতীয় ক্রিকেটার, পুরুষ-মহিলা মিলিয়ে, এক টি২০ ইনিংসে ১৫০ রান পার করেন কিরন।
২৬ বছর বয়সী কিরন নভগিরে মহেন্দ্র সিং ধোনির বড় ভক্ত। ধোনিকে দেখেই ছয় মারার ভালোবাসা জন্মেছে কিরনের। ম্যাচের পর যস্তিকা ভাটিয়ার সাথে সাক্ষাৎকারে, নভগিরে বলেছিলেন কিভাবে ধোনির ২০১১ বিশ্বকাপ জেতানো ছক্কা দেখে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন।