কেকেআরে সুযোগ পেয়ে,পিএসেলের মাঝপথেই বিদায় নিলেন আ্যলেক্স হেলস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলে সুযোগ পেয়েই পিএসএল থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের খ্যাতনামা টি-টোয়েন্টি তারকা অ্যালেক্স হেলস। অ্যালেক্স পিএসএলের টিম ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলছিলেন। এই পরিস্থিতিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে পিএসএল থেকে নাম তুলে নেন অ্যালেক্স হেলস। অনেকেই প্রশ্ন তুলেছেন, আইপিএলের ফ্র্যাঞ্চাইজি টিম কলকাতা নাইট রাইডার্স নিলামে তাঁকে দেড় কোটিতে কিনে নেওয়ার পরেই পিএসএল থেকে ইচ্ছাকৃত ভাবেই সরে দাঁড়িয়েছেন অ্যালেক্স হেলস।
টি-টোয়েন্টিতে তাঁর রেকর্ড বিশ্বের সেরাদের মধ্যে পড়ে। মোট ৩৩৩টি কুড়ি বিশের ম্যাচ খেলে ৩০.৮৪ গড় তাঁর। পাশাপাশি ১৪৬.৩৫-র স্ট্রাইক রেটে ৯৩৪৬ রান হেলসের। তাঁর এই পরিসংখ্যান এই ফর্ম্যাটে তাঁর দক্ষতাকেই তুলে ধরে। স্বাভাবিক ভাবেই দেড় কোটিতে হেলসের মতো ক্রিকেটারকে দলে সংযুক্ত করতে পারাটা নিঃসন্দেহে কেকেআর-এর কাছে লাভজনক।
কিন্তু ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে সুযোগ পেয়েছিলেন হেলস। ছয় ম্য়াচে ২৪.৬৬-র গড়ে ১৪৮ রান করেছিলেন তিনি।যেটা তাঁর কেরিয়ারের রেকর্ড থেকে বেশ খারাপ। তবে তাঁর যা অভিজ্ঞতা ও দক্ষতা তাতে এইবারের আইপিএলে কেকেআরের প্রথম একাদশে সুযোগ পেলে তিনি যে বেশ ভালো করবেন তা বলাই যায়।