KKR এখনও তৈরিই নয়! কলকাতার খারাপ পারফর্মেন্স নিয়ে সমালোচনা প্রাক্তন নাইট তারকার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২২ এ ভালো শুরুর পরেই খেই হারিয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চার উইকেটে হারে নাইটরা। আর এর জেরে টানা পঞ্চম হারের সম্মুখীন হতে হয় কেকেআরকে।
আর এই হারের জেরে কলকাতা দলের ভবিষ্যৎ নিয়ে অশনি সংকেত দেখছেন প্রাক্তন নাইট তারকা তথা প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। নিজের ইউটিউবে নাইটদের এই হার নিয়ে আকাশ বলেছেন, "একটি জিনিস নিশ্চিত যে কেকেআর এখনই তৈরিই নয়। ওরা খুব খারাপ জায়গায় রয়েছে। সত্যি বলতে গেলে, যখন আমি কলকাতাকে দেখি, আমি ভাবি, ওরা কি নিজেদের একাদশ জানে, ওদের কি ধারণা আছে ওরা কি করছে?"
এদিকে দলে অনবরত পরিবর্তন নিয়ে আকাশের বার্তা, "আপনি বাবা ইন্দ্রজিতকে সুযোগ দিলেন, যিনি আসলে একজন কিপারই নন, তবে আপনি ওনাকে দিয়ে কিপিং করাচ্ছেন। তারপর আপনি হর্ষিত রানাকে আনলেন। বরুণ চক্রবর্তী, শিবম মাভি ও স্যাম বিলিংস দলে সুযোগ পেল না। আপনি অনেক কিছু পরিবর্তন নিয়ে নামলেন এবং আবারও আপনার ওপেনিং কম্বিনেশন বদলালেন - এবার ভেঙ্কটেশ আইয়ার ও অ্যারন ফিঞ্চ।"
অ্যারন ফিঞ্চের খেলা নিয়ে হতাশা প্রকাশ করেছেন আকাশ চোপড়া। তিনি বলেছেন, "আমি অ্যারন ফিঞ্চের বিষয়ে একটি জিনিস বুঝি না। আমি কখনও এমন একজন আন্তর্জাতিক অধিনায়ক, বিশ্বজয়ী অধিনায়ককে দেখিনি, যার এত বড় দূর্বলতা রয়েছে, ভেতরে আসা বলগুলি ওকে আউট করে। প্রত্যেকে এই বিষয়ে জানে, তবে সেই দূর্বলতা এখনও রয়েছে ১০ বছর পরেও। অবিশ্বাস্য ব্যাপার।"