কাকে খেলাবে সেই নিয়ে ঘেঁটে রয়েছে KKR! গুজরাটের কাছে হার নিয়ে বিশ্লেষণ প্রাক্তন নাইট তারকার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তিনটি পরিবর্তন নিয়ে নামে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই পরিবর্তগুলি সেভাবে কাজে আসেনি এবং আট রানে হারতে হয় নাইটদের। এই নিয়ে এবার বিশ্লেষণ করেছেন প্রাক্তন নাইট তারকা তথা প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া।
তিনি মনে করেন, কলকাতা নাইট রাইডার্স এখনও তাদের সেরা কম্বিনেশন বাছতে পারছে না। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওর মাধ্যমে আকাশ চোপড়া বলেছেন, "কলকাতা অনেক পরিবর্তন করেছে। অ্যারন ফিঞ্চকে বসিয়ে স্যাম বিলিংসকে খেলিয়েছে। রিঙ্কু এসেছে শেল্ডন জ্যাকসনকে বসিয়ে। প্যাট কামিন্সকে বসিয়ে টিম সাউদিকে আনা হয়েছে। কলকাতাকে এমন একটি দল মনে হচ্ছে যাদের কোনও ধারণাই নেই কাকে খেলাতে হবে কারণ ওদের ইতিমধ্যেই আট ম্যাচে চারটি ভিন্ন ওপেনিং জুটি নেমেছে।"
ওপেনিং নিয়ে আকাশ চোপড়া বলেছেন, "ভেঙ্কটেশ আইয়ার ওপেনার হিসেবে শুরু করেছিল, আমি জানি না কেন তাকে এত নীচে নামানো হচ্ছে। স্যাম বিলিংসকে নতুন ওপেনার করে আনা হয়েছে, সুনীল নারাইনকে ওপেনার করা হয়েছে। কলকাতাকে বড্ড ঘাঁটা লাগছে, বড্ড নড়বড়ে লাগছে।"
এছাড়া বোলিংয়ের দূর্বলতা নিয়ে আকাশের বার্তা, "এত কিছু ঘটে যাচ্ছে। বরুণ চক্রবর্তী উইকেট তুলতে পারছে না, এমন কি, ও নিজের লাইন ও লেংথ বজায় রাখতে পারছে না। ফাস্ট বোলিংয়েও কোণও ধার নেই।"
শেষে ব্যাটিং নিয়ে আকাশ বলেছেন, "নীতিশ রানা শুধু একটি ইনিংসেই রান করেছেন, শ্রেয়াস আইয়ার দুটি ইনিংসে। ভেঙ্কটেশ আইয়ার এক ইনিংসেই ভালো রান করেছে ব্যাস। কেউ রান করছে না। এই মুহুর্তে দলটিকে দিশেহারা দেখাচ্ছে।"