প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে অজিত আগরকর, লড়াইয়ে রয়েছেন দিলীপ বেঙ্গসরকারও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার অজিত আগরকর নতুন দল নির্বাচক কমিটির চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে। আগরকর, বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন তিনি ইতিমধ্যেই এই পদের জন্য আবেদন করেছেন। ৪৫ বছর বয়সী এই খেলোয়াড় ভারতের হয়ে ২৬ টি টেস্ট, ১৯১ টি ওয়ানডে এবং ৪ টি টি-টোয়েন্টি খেলেছেন। সম্প্রতি আইপিএল ২০২৩-এ দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ ছিলেন। মুম্বাইয়ের প্রাক্তন ক্রিকেটার অতীতেও প্রধান নির্বাচক পদের সঙ্গে যুক্ত ছিলেন, তবে এবার আরও দায়িত্ব পেতে পারেন তিনি।
আরও পড়ুন: আহমেদাবাদে বিশ্বকাপের ভারত-পাক মহারণ! হোটেলের ভাড়া ছুঁয়েছে লাখে
আর একটি নাম যেটি ঘুরছে তা হল প্রাক্তন নির্বাচক কমিটির চেয়ারম্যান দিলীপ বেঙ্গসরকার। বিশেষ সূত্রে জানা গিয়েছে, বিসিসিআই শীর্ষ কর্তাদের একাংশ এই পদে বেঙ্গসরকারকে চান। কিন্তু সমস্যা হল বেঙ্গসরকার ইতিমধ্যেই ২০০৫-২০০৮ সাল পর্যন্ত নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। তাই তিনি নিয়োগ পেলেও এক বছর পদে থাকতে পারবেন।
ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি) ভারতীয় পুরুষদের দলের প্রধান নির্বাচক নিয়োগ করবে। এই পদ যা ফেব্রুয়ারীতে চেতন শর্মার হটাৎ চলে যাওয়ার পর থেকে খালি ছিল। এই পদে আবেদনের শেষ তারিখ ৩০ শে জুন এবং ইন্টারভিউ হবে আগামী ১লা জুলাই।