ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই ইংল্যান্ডে কাউন্টি খেলতে যাবেন অজিঙ্ক রাহানে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: রাহানে সম্প্রতি ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলাকালীন টেস্ট ক্রিকেটে সফল প্রত্যাবর্তন করেছেন। ভারতের অন্যতম তারকা ব্যাটার অজিঙ্ক রাহানে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ইংলিশ কাউন্টি দল লেস্টারশায়ারের হয়ে খেলতে যাবেন।
অজিঙ্ক ইংলিশ কাউন্টি দলের সাথে একটি চুক্তি করেছেন যেখানে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ৮ টি ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং রয়্যাল লন্ডন কাপ (৫০ ওভারের ঘরোয়া প্রতিযোগিতা) খেলবেন। মরশুমের প্রথম থেকেই এই টুর্নামেন্টে গুলিতে খেলার কথা ছিল রাহানের কিন্তু আইপিএল এর পর ডব্লিউটিসি ফাইনালের কারণে তা হয়নি।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ান ওপেন জিতে ইতিহাস গড়লেন চিরাগ ও সাত্ত্বিকসাইরাজ
বিসিসিআইয়ের একটি সূত্র নাম প্রকাশে অনিচ্ছুক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, "রাহানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্টের পরে (যা ২৪ শে জুলাই শেষ হওয়ার কথা), সরাসরি ইংল্যান্ডে উড়ে যাবেন এবং মরশুমের বাকি খেলাগুলির জন্য লেস্টারশায়ারে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। আগস্টে রয়্যাল লন্ডন কাপ এবং সেপ্টেম্বরে একটি সম্ভাব্য চারটি কাউন্টি গেম খেলবেন রাহানে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে রাহানের সাদা বলের ক্রিকেটে খেলার পরিকল্পনা নেই। "
সম্প্রতি ৮৩ টেস্টে ৫ হাজার রান পূর্ণ করেছেন রাহানে। বছর শেষে দক্ষিণ আফ্রিকা সফরের আগে লিসেস্টারশায়ারের সাথে একটি ভালো কাউন্টি খেলার দিকে নজর থাকবে তাঁর।