আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির নতুন নাম 'গুজরাট টাইটান্স'

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলের নয়া ফ্র্যাঞ্চাইজির মধ্যে ইতিমধ্যেই লখনউ ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষিত হয়ে গিয়েছে। এবার আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির নামও ঘোষিত হল। বুধবার ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে ঘোষণা করা হয়, আহমেদাবাদ দলের নতুন নাম হবে 'গুজরাট টাইটান্স'।
এই নিয়ে গুজরাট টাইটান্সের সহ কর্নধার সিদ্ধার্থ প্যাটেল বলেছেন, "আমাদের মূল সংস্কৃতি হল সাহসী ও মুক্ত হৃদয়ে খেলা, যা আমাদের প্রতিটি সিদ্ধান্তকে তুলে ধরে। আমরা অনেক কিছুই অর্জন করতে চাই, গুজরাট ও আমাদের আবেগপ্রবণ সমর্থকদের জন্য। আর সেই কারণে আমরা 'টাইটান্স' নাম দিয়েছি।"
গুজরাট টাইটান্স ইতিমধ্যেই অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে হার্দিক পান্ডিয়াকে। এছাড়া তারকা স্পিনার রশিদ খান ও তরুণ ভারতীয় ব্যাটার শুভমন গিলকে সই করিয়েছে তারা। এদিকে হেড কোচ হিসেবে যুক্ত হয়েছেন আশিস নেহরা। এছাড়া গ্যারি কার্স্টেনকে মেন্টর ও ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর এই ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে যোগ দিয়েছেন বিক্রম সোলাঙ্কি।