বেজে গেল ২০২২ সালের আইপিএলের ঘন্টা, নতুন দুই ফ্র্যাঞ্চাইজি কাদের বেছে নিল? দেখে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলে ২০২২ মরসুম থেকে আরও দুটো দল খেলবে, আহমেদাবাদ ও লখনউ। তাঁরা এবার ঘোষণা করল তাদের দলের অধিনায়কের নাম। যার মাধ্যমেই ২০২২ মরশুমের আইপিলের উত্তেজনা এখন থেকেই অনুভব করতে পারছেন ক্রিকেটপ্রেমীরা।
শুক্রবারে লখনউ ও আহমেদাবাদ তাদের নতুন প্লেয়ার সাইনিং এর একটা খসড়া পত্র প্রকাশ করেছে। সেখানে লখনউ কেএল রাহুলকে এবং আহমেদাবাদ হার্দিক পান্ডিয়াকে নিজেদের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে।
লখনউ দল তাঁদের অধিনায়ক কেএল রাহুলকে নিচ্ছে ১৭ কোটি টাকায়, এছাড়া তারা মার্কাস স্টোইনিসকে নিচ্ছে ৯.২ কোটি টাকা এবং তরুণ স্পিনার রবি বিষ্ণোই কে সই করাচ্ছে ৮ কোটি টাকায়, এছাড়া গৌতম গম্ভীর মেন্টর হিসেবে তাদের দলে আসতে চলছেন।
অপর দিকে আহমেদাবাদের দলও খুব একটা পিছিয়ে নেই, তারা তাদের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ১৫ কোটি টাকায় সই করিয়েছে। এছাড়া আফগানি স্পিনার রশিদ খানকেও সম পরিমাণ অর্থ দিয়ে আনতে চলেছে তাঁরা। আর কেকেআর থেকে ছিনিয়ে নিয়ে প্রতিভাবান খেলোয়াড় শুভমন গিলকে তাঁরা সই করিয়েছে ৮ কোটি টাকায়। তাঁরা দলের প্রধান কোচ হিসেবে আশিস নেহরাকে নিযুক্ত করতে চলেছে এবং মেন্টর হিসেবে আসতে চলেছেন ২০১১ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের কোচ গ্যারি কারস্টেন।