আইপিএলের নতুন এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে এল বড় বিতর্ক! বিসিসিআইয়ের তরফ থেকে এল এই বার্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মাসে আইপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি হিসেবে উঠে আসে লখনউ ও আহমেদাবাদ। একদিকে লখনউ ফ্র্যাঞ্চাইজির স্বত্ত্ব জিতেছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ, অন্যদিকে আহমেদাবাদের স্বত্ত্ব জিতেছে সিভিসি ক্যাপিটালস।
তবে এবার এই নিয়ে বড় বিতর্ক সামনে এল। নয়া ফ্র্যাঞ্চাইজি ও মেগা নিলামের তারিখ ঘোষণা হলেও এখনও অবধি মিডিয়া স্বত্ত্বাধিকারের টেন্ডার ছাড়ছে না বিসিসিআই। এর কারণ হিসেবে জানা গিয়েছে, সিভিসি ক্যাপিটালসের বেটিংয়ের সাথে সম্পর্কের কারণে বিসিসিআই এখনও প্রয়োজনীয় চিঠি দিতে পারেনি তাদের।
আশা করা হচ্ছে, এই টেন্ডারের মাধ্যমে ৩০ হাজার কোটি টাকা পাওয়া যাবে। তবে শুধু সিভিসি ক্যাপিটালস ছাড়া আরও কিছু কারণ রয়েছে এই দেরির জন্য, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। মূলত কোন প্রক্রিয়ায় এই টেন্ডার পাশ হবে, সে নিয়ে দোলাচল রয়েছে। একদিকে ই নিলাম, অন্যদিকে ক্লোজড বিডিং - এই দুটি নিয়ে চিন্তায় বিসিসিআই।