বিরাট কোহলির এই কান্ডে বিরক্ত বিসিসিআই, খেলোয়াড়দের দিলো এই কড়া নির্দেশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সেখানে তিনি নিজের ইয়ো-ইয়ো টেস্টের ফলাফল ঘোষণা করেন। আর এই বিষয়ে একেবারেই খুশি নয় বিসিসিআই।
আরও পড়ুন - সোনার ইতিহাস গড়বেন? বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নামছেন নীরজ
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই চাইছে না তাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়রা কোনও গোপনীয় তথ্য সামনে আনুক। রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুর আলুরের প্রস্তুতি শিবিরে থাকা ক্রিকেটারদের বিসিসিআই নিজেদের চিন্তার কথা মৌখিকভাবে জানিয়েছে।
আরও পড়ুন - এশিয়া কাপের আগে নিজের ফিটনেসের পরিচয় দেখালেন বিরাট কোহলি
এই নিয়ে এক বিসিসিআই কর্তা বলেছেন, "খেলোয়াড়দের মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যাতে তারা সোশ্যাল মিডিয়ায় কোনও গোপন বিষয় না পোস্ট করে। অনুশীলনের ছবি তারা পোস্ট করতেই পারে, কিন্তু কোনও টেস্টের ফলাফল পোস্ট করাটা চুক্তি লঙ্ঘন করে।"
বৃহস্পতিবার থেকে বেঙ্গালুরুর আলুরে এশিয়া কাপের প্রস্তুতি শিবির আয়োজন করেছে ভারতীয় দল। সেখানে শীর্ষস্থানীয় খেলোয়াড়দের ১৩ দিনের ফিটনেস পোগ্র্যামের অধীনে রাখা হয়েছে, যেখানে তাদের পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা করা হবে। সেখানে কোনও খামতি থাকলে সেই ক্রিকেটারকে সরিয়ে নেবে বিসিসিআই।