কেকেআর শিবিরে আবার ধাক্কা! অধিনায়কের পর অনিশ্চিত এই নাইট তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইপিএল ২০২৩ শুরুর আগেই চরম বিপদে কলকাতা নাইট রাইডার্স দল। ইতিমধ্যে কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার সম্ভবত ছিটকে গেছেন গোটা আইপিএল থেকে। নতুন অধিনায়কের খোঁজে নাইট ম্যানেজমেন্ট। এই ধাক্কা সামলে ওঠার আগেই আরও এক ধাক্কা নাইট শিবিরে।
খবর অনুযায়ী, নাইটদের বোলিং ভাগের অন্যতম প্রধান অস্ত্র লকি ফার্গুসান আইপিএলের প্রথম দিকের বেশ কিছু ম্যাচ খেলতে পারবেন না চোটের কারণে। সম্প্রতি নিউজিল্যান্ডের বোলিং কোচ শেন যুর্গেনসন জানিয়েছেন, নিউজিল্যান্ডের এই পেসার অকল্যান্ডের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলতে গিয়ে চোট পান। এর ফলে ফার্গুসান শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ থেকে ছিটকে যান।
ফার্গুসান গত মরশুমে গুজরাট টাইটানের হয়ে দুর্দান্ত বল করেন। ১৪ ম্যাচে ১২ উইকেটও রয়েছে তাঁর ঝুলিতে। শুধু তাই নয় ২০২২ আইপিএলের দ্রুততম বলটিও করেছিলেন লকি। ১৫৭.৩ স্পিডে বলটি করেছিলেন তিনি। এর পাশাপাশি তিনি ডেথ ওভার স্পেশালিস্টও।
ফলে স্বাভাবিক ভাবেই ফার্গুসানের অনিশ্চয়তা বিপদে ফেলতে পারে নাইট শিবিরকে। গত মরশুমে প্যাট কামিন্স ও টিম সাউদি সেভাবে নিজেদের মেলে ধরতে পারেন নি।
এই মরশুমে কেকেআর এর বড় ভরসা ছিল ফার্গুসান। তিনি না খেলতে পারলে কেকেআর এর বোলিং বিভাগ দুর্বল হয়ে পরবে তা বলাই যায়।