দলে ফিরেই অর্ধশতরান, কী ইঙ্গিত দিলেন পৃথ্বী?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ডেভিড ওয়ার্নারের দল ইতিমধ্যেই চলতি আইপিএলের প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে। আজ ধর্মশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে শিখর ধাওয়ানের দল হেরে যায়। বুধবার দিল্লির একাদশে কামব্যাক করেন তরুণ ওপেনার পৃথ্বী শ। এ বারের আইপিএলে রান পাচ্ছিলেন না তিনি। যার জন্য কম সমালোচিত হননি। কামব্যাক ম্যাচে ব্যাট দিয়ে সমালোচকদের দারুণ জবাব দিলেন পৃথ্বী।
২০ এপ্রিল কেকেআররে বিরুদ্ধে শেষ ম্যাচে খেলেছিলেন পৃথ্বী। বুধবার পঞ্জাবের বিরুদ্ধে সুযোগ পেয়ে তা বেশ কাজে লাগিয়েছেন পৃথ্বী। ৩৮ বলে ৫৪ রান করেছেন তিনি।
পঞ্জাবের বিরুদ্ধে শুরু থেকেই ছন্দে দেখা যায় পৃথ্বী শ-কে। দেখতে দেখতে ৩৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেন পৃথ্বী। ৩৮ বলে ৫৪ রান করার পথে পৃথ্বীর ব্যাটে আসে ৭টি চার ও ১টি ছয়। এরপরই ডাগআউটের দিকে গ্লাভস দেখিয়ে বিশেষ এক ইঙ্গিত দেন পৃথ্বী।
প্রসঙ্গত, ২০২৩ সালটা খুব ভালো কাটছে না পৃথ্বীর। চলতি বছরের ফেব্রুয়ারিতে মুম্বইয়ে মাঝরাতে পৃথ্বীর সঙ্গে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা অভিনেত্রী স্বপ্ন গিলের সেলফি তোলা নিয়ে বিরাট ঝামেলা হয়েছিল। পরবর্তীতে পৃথ্বীর বিরুদ্ধে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ করেন স্বপ্না। পৃথ্বীর সঙ্গে স্বপ্নার সেলফি বিতর্কের ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই সমস্ত কিছু সমালোচনার জবাব ব্যাট হতে দিলেন পৃথ্বী।