"আমরা নিশ্চিত ভাই এখন নিরাপদ মানুষের হাতে রয়েছেন!" কার উদ্দেশ্যে এই কথা বললেন পাথিরানার বোন?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৩ আইপিএল-এর ফাইনালে ইতিমধ্যে পৌছে গেছে চেন্নাই সুপার কিংস দল। ফাইনালে তারা মুখোমুখি হবে গুজরাট অথবা মুম্বইয়ের বিপক্ষে। চার বারের আইপিএল জয়ী সিএসকে পঞ্চম ট্রফির লক্ষ্যে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে নামবে রবিবার।
এই মরশুমে চেন্নাই দলের হয়ে যে সমস্ত ক্রিকেটার নজর কেড়েছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন শ্রীলঙ্কার দ্রুত গতির বোলার মাথিশা পাথিরানা। ২০ বছর বয়সী পাথিরানা, যিনি ক্রিকেট মহল নতুন মালিঙ্গা নামে পরিচিত, এই মরশুমে ১১ ম্যাচে ১৭টি উইকেট নিয়েছেন।
রবিবার ফাইনালের আগে চেন্নাইয়ে এই তরুণ তারকার পরিবারের সাথে দেখা করেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মাথিশার ছোট বোন বিশুকা পাথিরানা ধোনির সাথে ছবি পোস্ট করে সে কথা জানান। আর তার সাথে ধোনির বিষয় এমন একটি কথা বলেন যা নজর কেড়ে নেয় নেট দুনিয়ার মানুষদের।
মাথিশার বোন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে ধোনি তাঁদের আশ্বস্ত করে বলেছেন, "মাথিশাকে নিয়ে আপনাদের চিন্তা করার কিছু নেই, তিনি আমার সাথেই সর্বদা থাকে।"
ক্রিকেট ইতিহাসে সর্বকালের অন্যতম সফল অধিনায়ক যখন এই আশ্বাস দেন, তখন সত্যিই আর চিন্তার কিছু থাকেনা মানুষের জন্য।
বিশুকা আরও লিখেছেন, "ধোনির এই বক্তব্যের পর আমরা নিশ্চিত যে মাল্লি (মাথিশা) নিরাপদ মানুষের হাতেই রয়েছেন।"