ব্রডের জীবনে যুবরাজ হয়ে যেন এলেন জসপ্রীত বুমরাহ! গড়লেন বিশ্বরেকর্ড - দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সালটা ২০০৭, উদ্বোধনী টি২০ বিশ্বকাপ, ভারত বনাম ইংল্যান্ড। স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৩৬ রান মেরেছিলেন যুবরাজ সিং। এর ১৫ বছর পর যেন আবারও সেই দুঃস্বপ্ন এসে হাজির হল ব্রডের জীবনে। এবার সেই দুঃস্বপ্ন আনলেন টেলএন্ডার জসপ্রীত বুমরাহ।
এজবাস্টনে ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার টেস্টের দ্বিতীয় দিনে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৩৫ রান হাঁকান বুমরাহ। নিজের ব্যাট দিয়ে মোট ২৯ রান মারেন ভারতের স্টপগ্যাপ অধিনায়ক, আর শেষ বলে ঝুঁকিপূর্ণ সিঙ্গল নেন।
প্রথম বলটি বুমরাহের ব্যাটের কিনারায় লেগে ফাইন লেগে চার রানের উদ্দেশ্যে যায়। এর পরের বলে ব্রড বাউন্সার মারেন, যা কিপার স্যাম বিলিংস না ধরতে পারায় ওয়াইড ও চার রান হয়। এরপর ব্রডের বলে আবারও ব্যাটের কিনারার সাহায্যে কিপারের উপর দিয়ে ছক্কা হাঁকান বুমরাহ, যা পরে নো বল হিসেবে বিবেচিত হয়।
এরপর ইয়র্কারের প্রয়াসে ব্রড বল করলে তা ফুলটস হয়ে যায়, যা মিড অন দিয়ে চার মারেন বুমরাহ। পরের বলটি লেংথ বল করেন ব্রড, যা ফের চার মারেন বুমরাহ। চতুর্থ বলে রাউন্ড দ্য উইকেট থেকে বল করলেও ফের চার মারেন বুমরাহ।
এরপর পঞ্চম বলে ব্রডের শর্ট বলে ছক্কা হাঁকান বুমরাহ। অন্তিম বলে দ্রুত সিঙ্গল নিয়ে পরের ওভারের জন্য স্ট্রাইক নিজের কাছে রাখেন বুমরাহ।
আর এর জেরে বিশ্বরেকর্ড গড়লেন বুমরাহ। কোনওরকম এক্সট্রা ছাড়া মোট ২৯ রান মারেন বুমরাহ, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান। এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার রবিন পিটারসেনকে এক ওভারে ২৮ রান মারেন ব্রায়ান লারা। এরপর অস্ট্রেলিয়ার জর্ড বেইলিও দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজকে এক ওভারে ২৮ রান মারেন।
দেখুন ভিডিও -