জাতীয় দলে নয়, আইপিএলে বেশি ভালো ব্যাট করেন কামিন্স! গুরুতর অভিযোগ অ্যারন ফিঞ্চের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে মিশ্র ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তবে এই দলে একাধিক তারকা রয়েছেন যারা একক দক্ষতায় ম্যাচ ফিনিশ করে আসতে পারেন, এমনই একজন হলেন প্যাট কামিন্স।
অস্ট্রেলিয়ার তারকা এই বোলার বল হাতে ছন্দহীন থাকলেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন। মাত্র ১৪ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন কামিন্স। আর এতে বোঝা যায়, শুধু বল নয়, ব্যাট হাতেও ঝড় তুলতে সক্ষম কামিন্স।
তবে কামিন্সের এই ব্যাটিং নিয়ে গুরুতর অভিযোগ আনলেন তারই জাতীয় দলের সতীর্থ অ্যারন ফিঞ্চ। সেই অর্ধশতরানের প্রশংসা করলেও ফিঞ্চ জানিয়েছেন, অস্ট্রেলিয়ার হয়ে খেলার তুলনায় আইপিএলে অনেক বেশি ভালো ব্যাট করেন কামিন্স। যদিও পুরোটাই মজার ছলে বলেছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক।
এই নিয়ে কলকাতা নাইট রাইডার্সের ওয়েবসাইটে ফিঞ্চ বলেছেন, "আমরা ওকে আইপিএল প্যাট বলে ডাকি কারণ ও আইপিএলে অনেক ভালো ব্যাট করে, যতটা না ও অস্ট্রেলিয়ার হয়ে করে। ও কিছু দুর্দান্ত ইনিংস খেলেছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে, এবং ও নিজের ব্যাটিং নিয়ে খুব পরিশ্রম করে। তাই সাত নম্বরে নেমে আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে দেখে ভালো লেগেছে, এবং প্রথম বল থেকেই জোরে মারার লক্ষ্য নিয়ে খেলার অভিমুখ ঘুরিয়ে দিয়েছিল। অসাধারণ ছিল সেটি।"
তবে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ বাদে বাকি ম্যাচগুলিতে ব্যাট হাতে সেই ঝড়ের ছিঁটেফোটাও তুলতে পারেননি কামিন্স। লোয়ার অর্ডারে নেমে কামিন্সের মত এমন ভরসাযোগ্য ক্রিকেটারের পুরো সুবিধা পেতে চাইবে নাইটরা।