কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দারুণ খবর কলকাতা নাইট রাইডার্সের। দলে যোগ দিলেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক তথা বিস্ফোরক ওপেনার অ্যারন ফিঞ্চ। বলা বাহুল্য, সদ্য টি২০ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন ফিঞ্চ।
শুক্রবার কলকাতা নাইট রাইডার্স জানিয়েছে, বলয়গত ক্লান্তির জন্য আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন ইংরেজ ওপেনার অ্যালেক্স হেলস। তার পরিবর্তেই আসছেন ফিঞ্চ।