শুধু ভারত-পাকিস্তান নয়! আগামী ২৪ অক্টোবর এই বড় ম্যাচগুলিতে মেতে থাকবেন ক্রীড়াপ্রেমীরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি অক্টোবর মাসের চতুর্থ রবিবার হতে চলেছে ক্রীড়াজগতের জন্য সুপার সানডে। মোট পাঁচটি বড় ম্যাচ রয়েছে ক্রিকেট ও ফুটবলে - যার জেরে সন্ধ্যে থেকে একেবারে গদিতে আটকে থাকতে হবে ক্রীড়াপ্রেমীদের।
১. ভারত বনাম পাকিস্তান -
টি২০ বিশ্বকাপের সুপার ১২ পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হতে চলেছে, আর এই ম্যাচ দিয়েই বিশ্বকাপের অভিযান শুরু করবে ভারত-পাকিস্তান। ২০১৯ বিশ্বকাপের পর আবারও এই দুই প্রতিবেশী দেশের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায় হবে এই ম্যাচ।
২. এল ক্লাসিকো - এফসি বার্সিলোনা বনাম রিয়াল মাদ্রিদ
তবে ভারত-পাকিস্তান মহারণ শুরুর ঠিক ১৫ মিনিট পরেই ক্রীড়া বিশ্বের আর এক মহারণ আসতে চলেছে। ক্লাব ফুটবলের সেরা রাইভালরি - এফসি বার্সিলোনা বনাম রিয়াল মাদ্রিদ। আর এক যুগের বেশি সময় পর এল ক্লাসিকোয় থাকছেন না লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও সের্জিও র্যামোস। বলাই যায়, এল ক্লাসিকোর ইতিহাসে নয়া যুগের শুরু হবে এই ম্যাচে।
৩. ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুল
এল ক্লাসিকো যখন প্রায় শেষের পথে, ভারত-পাকিস্তানের প্রথম ইনিংসও স্লগ ওভারের দিকে - সেই সময় শুরু হবে ইংল্যান্ডের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের এই সংগ্রাম দেখতে মুখিয়ে রয়েছে ফুটবল বিশ্ব। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম মহম্মদ সালাহের এই লড়াই বেশ উপভোগ্য হবে, তা বলাই যায়। এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত নয়টায়।
৪. জুভেন্টাস বনাম ইন্টার মিলান
প্রথম তিন বড় ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর যদি ক্রীড়াপ্রেমীরা ভাবেন ঘুমোতে যাবেন, তাহলে ভুল করবেন। কারণ সিরি আ এর দুই সেরা দল মুখোমুখি হবে। গতবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান খেলবে জুভেন্টাসের বিরুদ্ধে। আর এই দুই হেভিওয়েট দলের লড়াই হবে ভারতীয় সময় সোমবার রাত ১২.১৫ এ।
৫. অলিম্পিকে মার্সেই বনাম প্যারিস সেইন্ট জার্মেইন
জুভে-ইন্টার ম্যাচের সাথে সাথেই হবে লিগ ওয়ানের অন্যতম বড় ম্যাচ। শক্তিশালী মার্সেইয়ের বিরুদ্ধে নামবে তারকাখচিত পিএসজি। কার্যত বলাই যায়, ফরাসি লিগে লিওনেল মেসির প্রথম বড় চ্যালেঞ্জ হতে চলেছে এটি।