বিশাল দামে বিক্রি ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা, নিলামে ক্রিকেটের অসংখ্য বহুমূল্য সম্পদ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্বে প্রথম অগমেন্টেড রিয়ালিটি ক্রিকেট এনএফটি প্ল্যাটফর্ম হিসেবে উন্মোচিত হল ক্রিকফ্লিক্স এনএফটি। এই এনএফটি মূলত একটি বিশেষ ক্রিপ্টোকারেন্সি, যা বহুমূল্য জিনিস বিক্রয়ে কাজে লাগে। আর বিশ্বের প্রথম অনলাইন ক্রিকেট এনএফটি হিসেবে ক্রিকফ্লিক্সের উন্মোচনে এই খেলার ইতিহাসের অসংখ্য মূল্যবান জিনিস নিলামে উঠেছিল।
গত বুধবার দুবাইয়ে হওয়া এই ইভেন্টে একাধিক মূল্যবান জিনিস মাত্র ৩০ মিনিটে এক লক্ষ ৮৫ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়ে গিয়েছে। এর মধ্যে রয়েছে, ১৯৮৩ বিশ্বকাপে ভারতীয় দলের জার্সি, মুথাইয়া মুরলিধরণের শেষ টেস্টের বল এবং হীরে ও মুক্তো লাগানো রুপোর তৈরি ১৯৮৩ বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা।
১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের জার্সি বিক্রি হয়েছে ৫২০০ মার্কিন ডলারে, এদিকে সেই ভারতীয় দলের সমস্ত খেলোয়াড়দের সই করা ব্যাট বিক্রি হয়েছে ১০ হাজার মার্কিন ডলারে। তবে ১৯৮৩ বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি বিক্রি হয়েছে চোখ ধাঁধানো এক লক্ষ মার্কিন ডলারে, যা কিনেছেন এহসান মোরাভেজ।
এছাড়া মুরলির শেষ টেস্টের বল বিক্রি হয়েছে ৪০ হাজার ডলারে। আর গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা ও সুনীল গাভাস্কারের সই করা ফটো বিক্রি হয়েছে ১০ হাজার ডলারে।
এই ক্রিকফ্লিক্স সংস্থাটি তৈরি করেছেন শেখ হামাদ বিন খালিফা বিন মহম্মদ আল নাহয়ান, আইসিসি অডিও গ্লোবাল রাইটস হোল্ডার অজয় শেঠি এবং ব্লকচেইন রিসার্চ স্টার্টআপের ইউএস অগমেন্টেড রিয়ালিটির সাথে পার্টনারশিপ করা এইচবিকে বিভাগের যৌথ সিইও আনওয়ার হুসেইন।