আহমেদাবাদে বিশ্বকাপের ভারত-পাক মহারণ! হোটেলের ভাড়া ছুঁয়েছে লাখে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই আইসিসি বিশ্বকাপ ২০২৩ এর পূর্ণাঙ্গ সূচি ঘোষিত হয়েছে। এবং প্রত্যাশামতই, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামী ১৫ অক্টোবর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
যদিও এখনও সাড়ে তিন মাস বাকি এই ম্যাচের জন্য, তবে ইতিমধ্যেই আহমেদাবাদে হোটেল বুকিংয়ের চাহিদা মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে। আর এর জেরে আহমেদাবাদের হোটেলের ভাড়াও বাড়ছে সীমাহীনভাবে।
আরও পড়ুন - বিশ্বকাপ ২০২৩ এর টিকিট কবে পাওয়া যাবে?
বেশ কিছু হোটেল তো এক লক্ষ টাকা প্রতি ঘরের ভাড়া তুলে দিয়েছে। এদিকে ১৫ অক্টোবরের জন্য শহরের অধিকাংশ হোটেলের রুম বুক হয়ে গিয়েছে। এদিকে সাধারণ দিনে যে সকল হোটেলের ঘরের ভাড়া ৫০০০ থেকে ৮০০০ টাকা থাকে, সেই দাম পৌঁছে গিয়েছে ৪০ হাজার টাকায়, এমনকি এক লক্ষ টাকাও ছুঁয়েছে ভাড়া।
এই দামবৃদ্ধি দেখাতে, বুকিং পোর্টালগুলো ঘরের ভাড়ায় বড়সড় তফাৎ দেখিয়েছে। উদাহরণ হিসেবে, আইটিসি হোটেলের অন্তর্গত ওয়েলকাম হোটেলে ২ জুলাই ভাড়া দেখাচ্ছিল ৫৬৯৯ টাকা। কিন্তু ১৫ অক্টোবর ম্যাচের দিন ঘরভাড়া দাঁড়িয়েছে ৭১,৯৯৯ টাকা।
তবে ভারত-পাকিস্তানের মত মহারণে এই চাহিদা আর এমন দামবৃদ্ধি হতই, এমনটাই আগে থেকে ধারণা করেছিলেন ক্রিকেটপ্রেমীরা।