ক্ষুদে ভক্ত মেয়েটির কান্না দেখে কন্যা জিভার কথা মনে পড়েছিল কি ধোনির? বিশেষ উপহার মাহির

রিপোর্ট, এক্সট্রা টাইম বাংলা:রবিবার আইপিএলের প্রথম কোয়ালিফায়ার জেতার পরে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাঁর ছোট্ট ভক্তকে বিশেষ উপহার দিলেন। যে উপহার চির স্মরণীয় হয়ে থাকবে। ম্যাচ চলাকালীন এবং ম্যাচের পরেও চেন্নাইয়ের জন্য কাঁদতে দেখা যায় এক ক্ষুদে ভক্তের। ম্যাচ শেষে ধোনির কাছ থেকে একটি বিশেষ উপহার পেল সেই ছোট ভক্ত। একটি বলে সই করে তা নিজের হাতে উপহার দিলেন মাহি। যা দেখে অভিভূত গোটা ক্রিকেট মহল। মুহূর্তের মধ্যে সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। পুরস্কার বিতরণীর পর ম্যাচ বল টা ছুড়ে দিলেন ধোনি ক্ষুদে ভক্তের দিকে। ভক্ত ছিলেন স্টেডিয়ামের দুতলায়।
রবিবার, প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি চার উইকেটে জিতেছিল ধোনির দল। এই ম্যাচ চলাকালীন একটি ছোট্ট মেয়েকে টিভি ক্যামেরায় বেশ কয়েকবার দেখা যায়। যখন চেন্নাই চাপের মধ্যে ছিল, সেই সময় এই মেয়েটির মুখের উত্তেজনাও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। মেযেটিকে কাঁদতে দেখা যায়। কিন্তু ধোনি একটি চার মেরে দলকে জেতানোয় এই মেয়েটি কেঁদে ফেলেন। ছোট্ট মেয়েটির কান্না থামাতে পারেনি কেউ। ম্যাচের পর ধোনি এই মেয়েটিকেই বিশেষ উপহার দিলেন
ধোনি ম্যাচের বলটিতে তার স্বাক্ষর করে সেই ভক্তকে উপহার দিয়েছিলেন।