দেশের এই অনামী শৃঙ্গ জয় করে বড় কীর্তি গড়লেন দুই বাঙালি পর্বতারোহী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পর্বতারোহণে এবার বড় কৃতিত্ব অর্জন করলেন দুই বাঙালি। তাদের নাম শুভেন্দু মন্ডল ও জ্যোতির্ময় মাইতি। হিমাচল প্রদেশের লাউল স্পিতি অঞ্চলে অবস্থিত একটি অনামী শৃঙ্গ, যার উচ্চতা ৬০২৩ মিটার (টোপো সিট অনুযায়ী), যেটি আজ অবধি বিশ্বের পর্বতারোহীদের কাছে অধরা ছিলো, সেটি ১৫ আগস্ট সকাল ৯ঃ৩২ মিনিটে শৃঙ্গে সফল ভাবে আরোহণ করে বিশ্বের পর্বতারোহণে বাঙালির মুকুটে নতুন পালক যোগ করলেন তারা।
গত ৪ আগস্ট কলকাতা থেকে হিমাচল প্রদেশের মানালির উদ্দেশ্যে রওনা দেন দলনেতা শুভেন্দু মন্ডল এবং ৬ আগস্ট মানালি পৌঁছে অভিযানের সমস্ত প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রওনা দেন বেস ক্যাম্পের উদ্দেশ্যে। ইতিপূর্বে সেখানে তার জন্য অপেক্ষা করছিল বরুণ ঘোষাল এবং জ্যোতির্ময় মাইতি ও মানালির নরেশ ভাই।
ক্যাম্প ওয়ান পর্যন্ত রুট ওপেন করতে প্রচন্ড হিমশিম খেতে হয় তাদের। প্রায় ৩০০ ফুটের বেশি রোপ ফিক্স করতে হয়। ক্যাম্প ওয়ান বা সামিট ক্যাম্প থেকে সর্বোচ্চ বিন্দুতে অর্থাৎ সামিটে পৌঁছাতে প্রায় ৯০০ ফুটের বরফের দেয়ালে রোপ ফিক্স করতে হয় এই দলকে।
অবশেষে ১৪ তারিখ রাত ২টোর সময় ক্যাম্প থেকে সামিটের উদ্দেশ্যে বেরিয়ে সারা রাত ওঠার পর ১৫ আগস্ট সকাল ৯ঃ৩২ মিনিটে ছুয়ে ফেললেন সেই অধরা বিন্দুকে, দলনেতা শুভেন্দু মন্ডল এবং জ্যোতির্ময় মাইতি বিশ্বের প্রথম পর্বতারোহী হিসাবে এই বিন্দুকে স্পর্শ করার রেকর্ড করলেন।