প্রো পাঞ্জা লিগে এবার বাংলার দল আনছে শ্রাচী স্পোর্টস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই বাংলা তথা ভারতবর্ষের একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেদের পরিচয় এনেছে শ্রাচী স্পোর্টস। এবার প্রো পাঞ্জা লিগে বাংলার প্রতিনিধি হিসেবে নামছে শ্রাচী স্পোর্টস। বুধবার তারই ঘোষণা হল শ্রাচী টাওয়ারে। আসন্ন প্রো পাঞ্জা লিগের দ্বিতীয় সংস্করণে অভিষেক করবে শ্রাচী রাঢ় বাংলা টাইগার্স।
এই উন্মোচনে উপস্থিত ছিলেন প্রো পাঞ্জা লিগের সহ কর্ণধার পারভীন দাবাস ও জনপ্রিয় অভিনেত্রী তথা পিপলস আর্মরেসলিং ফেডারেশন ইন্ডিয়ার সভাপতি প্রীতি জাঙ্ঘিয়ানি। এছাড়া শ্রাচী স্পোর্টসের তরফ থেকে ছিলেন ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি ও চেয়ারম্যান তমাল ঘোষাল।
শুধু দল উন্মোচনই নয়, ভারতে পাঞ্জা ও আর্মরেসলিংকে ছড়িয়ে দিতে এবং বিশ্বের দরবারে এই খেলাটিকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান শ্রাচী স্পোর্টস ও প্রো পাঞ্জা লিগের কর্ণধাররা।
এই নিয়ে শ্রাচী স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি বলেছেন, "পাঞ্জা ভারতবর্ষে বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছে, যেখানে প্রো পাঞ্জা লিগের প্রথম সংস্করণ দুর্দান্ত সাফল্য পেয়েছে। আমরা বিশ্বাস করি যে প্রো পাঞ্জার মত এই ধরণের লিগের ক্ষমতা রয়েছে দেশজুড়ে খেলাধূলার প্রচার ঘটানোর।"