রাশিয়ান ও বেলারুশিয়ান খেলোয়াড়দের নিষিদ্ধ করল উইম্বলডন! সমালোচনা জকোভিচ-নাভ্রাতিলোভাদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইউক্রেনে সামরিক আক্রমণের জেরে কঠিন সিদ্ধান্ত নিল ঐতিহ্যশালী টেনিস টুর্নামেন্ট উইম্বলডন। চলতি বছরের চ্যাম্পিয়নশিপ থেকে সকল রাশিয়ান ও বেলারুশিয়ান খেলোয়াড়দের নিষিদ্ধ করল উইম্বলডন।
এর ফলে একাধিক তারকা খেলোয়াড়রা সুযোগ পাবেন না এবারের উইম্বলডনে। বিশ্বের দুই নম্বর পুরুষ টেনিস তারকা ড্যানিল মেদভেদেভ, চার নম্বর মহিলা টেনিস তারকা আন্যা সাবালেঙ্কা, এছাড়াও ভিক্টোরিয়া আজারেঙ্কা, আন্দ্রে রুবলেভের মত একাধিক তারকা খেলতে পারবেন না উইম্বলডন।
আর এই নিয়ে সমালোচনায় মুখর পুরুষ ও মহিলা পেশাদারি টেনিস সংগঠন এটিপি ও ডব্লুটিএ। সার্বিয়ার নোভাক জকোভিচ থেকে শুরু করে কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাদের একটিই বক্তব্য, জাতীয়তা না দেখে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে যেন খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়।
আগামী ২৭ জুন থেকে ১০ জুলাই আয়োজিত হবে উইম্বলডন চ্যাম্পিয়নশিপস।