পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিশুদের শিক্ষার উদ্যোগে সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের পাশে দাঁড়াল শাওমি ইন্ডিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতবর্ষের মত বৃহত্তর দেশে এমন অনেক পিছিয়ে পড়া সম্প্রদায়ের দুঃস্থ শিশুরা রয়েছেন, যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়েছেন। আর্থিক ও সামাজিক পরিস্থিতিতে শিক্ষালাভের সুখ থেকে আজ তারা বঞ্চিত। কিন্তু এই বঞ্চনা থেকে সরিয়ে দেশের ভবিষ্যতদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজোট হল সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন ও দেশের এক নম্বর স্মার্টফোন ও স্মার্ট টিভি সংস্থা শাওমি ইন্ডিয়া।
২০২১ সালে শাওমি ইন্ডিয়া #ShikshaHarHaath কর্মসূচির ঘোষণা করেছিল, যেখানে পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিশুদের কোনওরকম বাধা ছাড়াই শিক্ষাদান করা হবে। আর এই কর্মসূচিতে শাওমির হাতে জুড়ল সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন। চলতি এমআই ফ্যান ফেস্টিভালে যত শাওমি ও রেডমি স্মার্টফোন বিক্রি হবে, তত বেশি স্পনসরশিপ প্রদান করা হবে এই শিশুদের জন্য।
এই উদ্যোগে সামিল হয়ে যথেষ্ট খুশি বিসিসিআই সভাপতি ও প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছেন, "ভারতের যুবসমাজ আমাদের দেশের ভবিষ্যত এবং শিক্ষা প্রদান করাটা সব থেকে জরুরি একটি উন্নত ভবিষ্যত গড়ার জন্য। আমরা অত্যন্ত খুশি শাওমি ইন্ডিয়ার অবদানের জন্য যারা সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের শিশুদের জীবন উন্নত করেছে। শাওমি ইন্ডিয়ার মত, আমাদেরও দায়িত্ব রয়েছে আগামী যুবসমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেখানে পিছিয়ে পড়া সম্প্রদায়ের ভালো করার জন্য তাদের সর্বোত্তম সাহায্য প্রদান করা হবে।"
এদিকে এই উদ্যোগ নিয়ে শাওমি ইন্ডিয়ার লিড সিএসআর ও স্পেশাল প্রোজেক্টস, প্রতীক দাস বলেছেন, "একটি ব্র্যান্ড হিসেবে, আমরা মনে করি শিক্ষা এমন একটি বিষয় যা আগামী প্রজন্মের ভবিষ্যত সুরক্ষিত রাখতে এবং তাদের এগিয়ে নিয়ে যেতে পারে। সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতার একটি অংশ হিসেবে, আমরা প্রতিজ্ঞা করেছি সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনকে সাহায্য করার, যেখানে দুঃস্থ শিশুদের শিক্ষাদানের জন্য আর্থিক যোগান দেওয়া হবে। এই উদ্যোগ আমাদের শিক্ষার প্রতি ও আমাদের কর্মসূচি #ShikshaHarHaath এর প্রতি দায়বদ্ধতা আরও জোর দেবে। আমরা আশা করি এই কর্মসূচি প্রয়োজনীয় মানুষদের খুশি ও আনন্দ প্রদান করবে।"