বাবার এই উপদেশ আজও মেনে চলেছে ছেলে কিয়ান! বাইচুং-চিডির সাথে নিজের নাম দেখে উচ্ছ্বসিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বাংলা ফুটবলের রঙকে সবুজ-মেরুণে রাঙিয়েছেন ২১ বছরের তরুণ প্রতিভা কিয়ান নাসিরি। কিংবদন্তী ফরোয়ার্ড জামশিদ নাসিরির সুযোগ্য পুত্র হয়ে শনিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন কিয়ান।
মোহনবাগান থেকে বেড়ে ওঠা কিয়ানের কেরিয়ারের সব থেকে উল্লেখযোগ্য মুহুর্ত হয়ে থাকবে ২৯ জানুয়ারির রাতটা। ৬০ মিনিটে পরিবর্ত হিসেবে নেমে পিছিয়ে থাকা এটিকে মোহনবাগানকে ৩-১ গোলে জিতিয়ে দেন কিয়ান। আর স্বভাবতই এই পারফর্মেন্স করে উচ্ছ্বসিত কিয়ান। এটিকে মোহনবাগানের মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কিয়ান নাসিরি তুলে ধরলেন নিজের বাবার কথা।
এছাড়া বাইচুং ও চিডির সাথে নিজের নাম জুড়ে যাওয়া নিয়েও কথা বলেছেন কিয়ান। আর সব শেষে নিজের আইডল হিসেবে কাকে দেখেন, সেটিও উল্লেখ করেছেন কিয়ান।
বাবা জামশিদ নাসিরির থেকে কি উপদেশ নিয়ে এসেছেন কিয়ান? এই নিয়ে কিয়ানের বার্তা, "আমার বাবার কোনও খেলা আমি দেখিনি। শুনেছি উনিও ডার্বিতে গোল করেছেন অনেক। বাবার সঙ্গে মাঠে প্র্যাকটিস করেছি। বাবা কখনও কোনও লক্ষ্য বেঁধে দেননি। উনি শুধু বলেন, 'পরিশ্রমের কোনও বিকল্প নেই।' ম্যাচের আগে বা শিবিরে থাকার সময় ফুটবল নিয়ে বাবার সঙ্গে কখনও কথা বলি না।"
বাইচুং ভুটিয়া ও এডে চিডির পর বড় ম্যাচে হ্যাটট্রিক করলেন কিয়ান। এই নিয়ে উচ্ছ্বসিত কিয়ান বলেছেন, “শুনলাম কলকাতা ডার্বিতে আমি ছাড়া হ্যাটট্রিক করেছেন বাইচুং ভুটিয়া ও এডে চিডি। ওরা দুজনেই তারকা ফুটবলার। ছোটবেলা থেকেই ওদের নাম শুনেছি। আমি তো একেবারেই জুনিয়র। ওদের কাছে পৌছতে পারলে ভাবব কিছু করেছি।"
শেষে নিজের আইডল হিসেবে লিওনেল মেসিকে উল্লেখ করে কিয়ান বলেছেন, "আমার আইডল এবং স্বপ্নের ফুটবলার লিওনেল মেসি। মেসির খেলা সুযোগ পেলেই দেখি।"