সত্যিই কি মোহনবাগানের নামের আগে থেকে সরছে এটিকে?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দীর্ঘদিন ধরে অসংখ্য মোহনবাগান সমর্থক দাবি তুলে এসেছে, ক্লাবের নামের আগে থেকে এটিকে সরাতে হবে। হয়ত এবার সেই স্বপ্নটি পূরণ হতে চলেছে সবুজ-মেরুণ সমর্থকদের। যেভাবে পরিস্থিতি এগোচ্ছে, তাতে মোহনবাগানের নামের আগে থেকে সরতে পারে এটিকের নাম।
কিন্তু কেন এমনটা হল? ব্যবসাগত দিক থেকে নিজেদের নাম আরও বিস্তার করতে চাইছেন সঞ্জীব গোয়েঙ্কা। সদ্য আইপিএলের নিলামে ৭০৯০ কোটি টাকায় লখনউ ফ্র্যাঞ্চাইজি কিনেছে আরপিএসজি গ্রুপ। আর সেই কারণে নিজের অধীনস্থ সমস্ত কোম্পানিকে এক ছাতার তলায় আনতে চাইছেন সঞ্জীব গোয়েঙ্কা।
জানা গিয়েছে, এক মাস ২৪ দিন আগে একটি নয়া কোম্পানি খোলা হয়েছে, যার নাম আরপিএসজি স্পোর্টস প্রাইভেট লিমিটেড। এই কোম্পানির অধীনে সম্ভবত সমস্ত ক্রীড়াগত ফ্র্যাঞ্চাইজিকে জুড়ে দেওয়া হবে। আর এর জেরে সম্ভাবনা তৈরি হয়েছে, এটিকে নামের পরিবর্তে আরপিএসজি জুড়তে পারে মোহনবাগানের নামের আগে।
তবে কোম্পানির নামের বদলের সাথে ক্লাবের নামের কোনও বদল হবে কিনা, সে নিয়ে কোনও নিশ্চয়তা নেই। এগুলি কেবল জল্পনার মাধ্যমেই চলছে। তবে এমনটা হলে মোহনবাগান সমর্থকরা খুশি হবেন, তা বলাই যায়।